সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:৩০ পূর্বাহ্ন

সরকারী পরিত্যক্ত ভবনে মাদক, নারী ব্যবসার প্রতিবাদে রংপুরে সাংবাদিক সম্মেলন

রংপুর প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ১৮ জুলাই, ২০২১

স্থানীয় রাজনৈতিক ক্ষমতাসীনদের মদতে সরকারী পরিত্যাক্ত ভবনে প্রকাশ্যে অস্ত্র, মাদক ও নারী ব্যবসায়ে স্থানীয় যুবসমাজ ধ্বংসের প্রতিবাদে রংপুরে সাংবাদিক সম্মেলনে মোঃ মাহাবুল রহমানের লিখিত বক্তব্য তিনি বলেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পরিত্যাক্ত মধ্যপাড়া পলিপাথার রেলস্টেশন ভবনে ভারতীয় অনুপ্রবেশকারী একজন দাগী অপরাধি অবৈধ আস্তানা গড়ে তুলে যাওয়ায় জনমনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভারতে বহু অপরাধ ঘটনার নায়ক সাজ্জাদ হোসেন ওরফে রুবেল নামের ওই দুষ্কৃতিকারী স্থানীয় যুবসমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। তার সমাজবিধ্বংসী কাজে প্রতিবাদ করতে গিয়ে ইতোমধ্যেই রুবেল’র পোষ্য একদল ক্যাডারবাহিনী মোটরসাইকেল শো-ডাউন দেখিয়ে এলাকাবাসীকে শাসিয়ে গেছে। একটি সরকারী স্থাপনা দখল করে দিনের পর দিন একজন বিদেশী নাগরিক অপরাধের দূর্গ গড়ে তোলায় অতিষ্ট এলাকাবাসী বাধ্য হয়ে বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জ ডিআইজি বরাবর প্রতিকারের জন্য গণস্বাক্ষর সম্বলিত আবেদন করা হয়েছে। পার্বতীপুর উপজেলার মধ্যপাড়ায় পলিপাথার রেলস্টেশনটি পরিত্যাক্ত অবস্থায় রয়েছে। স্টেশন ভবনের একটি বিল্ডিংয়ে দিনাজপুর শহরের উত্তর বালুবাড়ি এলাকায় বসবাসকারী জনৈক আবুল ফজল এর ছেলে পরিচয়ে সাজ্জাদ হোসেন রুবেল দির্ঘদিন যাবত এখানে নির্বিঘ্নে জুয়ার আসর, মাদক ও নারী ব্যবসা চালিয়ে আসছে। সংবাদ সম্মেলনে জানা গেছে রুবেলের পরিবারের সবাই ভারতের নাগরিক। রুবেল ভারতে বিভিন্ন অপরাধ কর্মকান্ড ঘটিয়ে প্রায় ১০ বছর আগে পালিয়ে এসে বাংলাদেশের দিনাজপুরে বিয়েবন্ধনের সুবাদে বসবাস শুরু করে। পরবর্তীতে পরিত্যাক্ত পলিপাথার রেলস্টেনে অপরাধের আখড়া গড়ে তোলে। এখানে দিনদুপুরে বেপরোয়াভাবে জুয়া, মদ, নারী ব্যবসা চালাতে থাকে। এখান থেকেই সারা দেশে অপরাধ কর্মকান্ডের নেটওয়ার্ক পরিচালনা করছে। অভিযোগ রয়েছে, পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের দাপুটে নেতা আমজাদ হোসেনের প্রত্যক্ষ মদদে ঘৃণ্য অপরাধি রুবেল মধ্যপাড়াসহ বিভিন্ন এলাকায় মাদকের সা¤্রাজ্য গড়ে তুলেছে। বেপরোয়া রুবেল রেলের গাছ কেটে বিক্রি করায় রেলপুলিশ তার বিরুদ্ধে মামলা করে। এছাড়াও রুবেল তার ঢাকার বন্ধু মোজাহারুল ইসলামের স্ত্রী হোসনা বেগম খুশিকে ফুসলিয়ে নগদ প্রায় ৫ লাখ টাকা ও বিপুল পরিমান স্বর্ণালঙ্কারসহ পালিয়ে নিয়ে আসে। বর্তমানে বন্ধুপত্নীকে রক্ষিতা হিসেবে রেখেছে। এ ঘটনায় মোজাহারুল ঢাকার ম্যাজিস্ট্রেট কোর্টে রুবেল ও হোসনা বেগম খুশির নামে ২০১৮ খ্রিস্টাব্দের ১৪ এপ্রিল একটি মামলা দায়ের করে। এই দুর্ধর্ষ অপরাধি রুবেলকে ২০২০ খ্রি.’র ২৭ জানুয়ারী পলিপাথার রেলস্টেশনের পরিত্যাক্ত ভবন থেকে দেশীয় অস্ত্রসহ ডিবি পুলিশ গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। এলাকাবাসী আরও জানায়, সাজ্জাদ হোসেন রুবেল বর্তমানে আমাদের দেশ (বাংলাদেশ) বিরোধি কর্মকান্ডে লিপ্ত হয়ে বিদেশী অনুপ্রবেশকারীর অপরাধ কর্মকান্ডে লিপ্ত রয়েছে। এলাকার যুব সমাজের হাতে জীবন বিধ্বংসী মাদক ও নারী তুলে দিয়ে সামাজিক অবক্ষয়ের শেষ ঠিকানায় পৌঁছে দিয়েছে। যতই সময় গড়াচ্ছে, ততোই অপরাধের মাত্রা বেড়েই চলেছে। সংবাদ সম্মেলনে আরও জানায় যতই সময় গড়াচ্ছে ততোই অপরাধের মাত্রা বেড়েই চলেছে। ইতোমধ্যে রেল লাইনের যন্ত্রাংশ চুরি ও গাছ কাটার চেষ্টা করলে এলাকাবাসী প্রতিবাদ করায় মিথ্যা মামলায় হয়রানির হুমকি অব্যাহ রয়েছে। বর্তমানে এলাকার ভুক্তভূগীরা জান মালের নিরাপত্তাহীনতায় ভুগছে। সংবাদ সম্মেলনে আসামী সাজ্জাদ রুবেলের বিরুদ্ধে অবিলম্বে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহনে ডিআইজি রংপুর রেঞ্জসহ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com