করোনা ভাইরাস এবং কঠোর লকডাউনের কারনে আড়াইশ কর্মহীন, অসহায় দরিদ্র ব্যক্তির মাঝে পটুয়াখালী প্রেসক্লাবের উদ্যোগে মার্কেন্টাইল ব্যাংক লিঃ এর সহযোগীতায় খাদ্য দ্রব্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টায় সদর রোডস্থ পটুয়াখালী প্রেসক্লাবের সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য দ্রব্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করেন জেলা প্রশাসক মোহাম্মাদ কামাল হোসেন। এ সময় প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যার্নাজী এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মাদ শহীদুল্লাহ পিপিএম, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন, পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ, মার্কেন্টাইল ব্যাংক লিঃ এর পটুয়াখালী শাখা প্রধান মোঃ মোসলেহ উদ্দিন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক জালাল আহম্মেদসহ প্রিন্ট ও মিডিয়ার সাংবাদিকবৃন্দ। খাদ্য দ্রব্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মধ্যে ছিল চাল, ডাল, আটা, লবন, তেল, হ্যান্ডওয়াশ, মাক্স এবং হ্যান্ড স্যানিটাজার। জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, অসহায় ও নিম্ম আয়ের মানুষের সহযোগীতার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আশার পাশপাশি সবাইকে করোনার ভ্যাকসিন গ্রহণ ও স্বাস্থ্য বিধি মেনে চলার অহ্বান জানান।