কুমিল্লার দেবিদ্বারে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সেই সঙ্গে প্রতিদিন বাড়ছে মৃত্যুও। আক্রান্ত রোগীর অন্যান্য উপসর্গের মধ্যে শ্বাসকষ্টের সমস্যা অন্যতম। এমন অবস্থায় সাধারণ মানুষের কথা চিন্তা করে গুনাইঘর উত্তর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেরম্যান প্রার্থী জি.এস মোঃ মোকবল হোসেন মুকুল এর উদ্যোগে প্রত্যান্ত গ্রাম অঞ্চলের ধনী,গরীব সকল রোগীদের জন্যই বিনামূল্যে অক্সিজেন সেবা চালু করা হয়েছে। মঙ্গলবার উপজেলার গুনাইঘর মাদরাসা প্রাঙ্গনে বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদান কার্যক্রম উদ্বোধন উলক্ষে স্বাস্থ্যবিধি মেনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদানের উদ্যোক্তা ও ইউপি আওয়ামী লীগের সভাপতি জি.এস মোকবল হোসেন মুকুল এর সভাপতিত্বে ও গুনাইঘর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল হাসান রাসেল এর উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় অক্সিজেন সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দেবিদ্বার সুজাত আলী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ আবু হানিফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেবিদ্বার প্রেসক্লাবের সাবেক সভাপতি এ বি.এম আতিকুর রহমান বাসার, গুনাইঘর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বাবু বিকাশ কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর হোসেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গুনাইঘর উত্তর ইউপি’র ১নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ আবুল হাসেম, বঙ্গুরী ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ মোখলেছুর রহমান ভুইয়া, সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ শামিম ও ইঞ্জিনিয়ার গোলজার আমিন সহ আরো অনেকে। উদ্যোক্তা জি.এস মোকবল হোসেন মুকুল বলেন, এই কেরোনা মহামারিতে অনেকেই তাদের প্রিয়জন হারাচ্ছেণ। এই হারানোর লাইনটা আর দীর্ঘতর না হোক সেটি প্রত্যাশা নিয়ে আমার ক্ষুদ্র সেবার আয়োজন। গুনাইঘর উত্তর ইউনিয়ন বাসীর সেবা প্রদানের জন্য একটি হট লাই (০১৫১১-১১১-৪৭০) খোলা হয়েছে। তবে ১০টি অক্সিজেন সিলিন্ডার মাধ্যমে এই কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এছাড়াও রোগীদের বাড়িতে বিনামূল্যে অক্সিজেন পৌছে দেওয়ার জন্য স্বেচ্ছাসেবীদের নিয়ে একটি টিম গঠন করা হয়েছে। যেন হট লাইনে ফোন পেলেই যথা সময়ে রোগীদের বাড়িতে অক্সিজেন পৌছে দিতে পারে। তিনি আরো বলেন, মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রি শেখ হাসিনার নির্দেশনায় মানুষের এই সংকটকালে পাশে দাড়িয়ে সেবা দিতে এই অক্সিজেন সেবা চালু করেছি।