কুমিল্লার দেবিদ্বারে সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের ব্যাতিক্রমী নানা উদ্যোগের কারনে করোনা আক্রন্ত রোগীরা সেবা পাচ্ছেন। এমপির নিজস্ব উদ্যোগে উপজেলা সদরের মাহাবুব প্রাঙ্গনে ৩০ বেডের একটি করোনা রোগীদের সকল সুবিধা সম্পন্ন আইসোলেশন উদ্বোধন করেন। এই ৩০ বেডের আইসোলেশন সেন্টারে ১৪০টি অক্সিজেন সিলিন্ডার, ৫ জন চিকিৎসক, ২০জন স্বাস্থকর্মী, অর্ধ শতাধিক সেচ্ছাসেবী করোনা রোগীদের সকল প্রকার চিকিৎসা সেবা প্রদান করবে। উদ্বোধন অনুষ্ঠানে উপতত্থিত ছিলেন এমপি রাজী মোহাম্মদ ফখরুল, ইউএনও রাকিব হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কাশেম ওমানী, ওসি আরিফুর রহমান, উপজেলা স্বাস্থ প.প. কর্মকর্তা ডাঃ আহাম্মেদ কবির, ইউপি চেয়ারম্যান কামাল চৌধুরী, প্রভাষক সাইফুল ইসলাম শামীম ,পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, মশিউর রহমান সুমন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউছার অনিক, পৌর যুবরীগের সহ সভাপতি মোঃ কাজী সুমন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ইকবাল হোসেন রুবেল সহ স্থানীয় নেতৃবৃন্দ। পরে এমপি রাজী দেবিদ্বারের জনসাধারণের মাঝে পাঁচ হাজার মাস্ক, এবং চিকিৎসক সহ ফ্রন্ট ফাইটারদের জন্য পাঁচ শত কেএন ৯৫ মাস্ক বিতরণ করেন। এ সময় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল জানান, দেবিদ্বারে করোনা পরিস্তিতি ভয়াবহ রূপ ধারন করায় করোনা রোগীদের চিকিৎসা সেবায় উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের ১০ বেডের করোনা ইউনিটে রোগী সংকুলান না হওয়ায়, মাহবুব প্রাঙ্গনে ৩০ বেডের করোনা ইউনিট চালু করা হয়েছে। আশা করি করোনা রোগীরা এখান থেকে সেবা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরবে।