শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩১ অপরাহ্ন

কিশোরগঞ্জে সন্ত্রাসীদের বিচার চেয়ে সংবাদ সম্মেলন

ফকির মতি কিশোরগঞ্জ :
  • আপডেট সময় শনিবার, ৭ আগস্ট, ২০২১

সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের নীলগঞ্জ (তাহেরগঞ্জ) বাজারের পাথর ব্যবসায়ী অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মোঃ ফাইজুল ইসলাম সন্ত্রাসীদের হাত থেকে হয়রানির প্রতিকার চেয়ে এক সংবাদ সম্মেলন করেছে। গতকাল শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, মাইজখাপন ইউনিয়নের মেম্বার বকুল মিয়া ও তার ভাই মোঃ সায়ু মিয়া তার নিকট ৫ লাখ টাকা দাবী করে। উক্ত টাকা না দেয়ায় সন্ত্রাসীরা তার দোকান বন্ধ করে দেয়। তাছাড়াও নীলগঞ্জ বাজারের চাতল ব্যবসায়ী বেত্রাটী গ্রামের শাহ আলমের চাতল কল চাঁদার জন্য বকুল মেম্বার ও তার ভাই শারীরিকভাবে লাঞ্ছিত করে। এছাড়াও উক্ত গ্রামের গনি মিয়ার জায়গা দখল করে বিভিন্ন ফলজ, বনজ গাছ কেটে নিয়ে যায়। এ ব্যাপারে ফাইজুল ইসলাম বাদী হয়ে কিশোরগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভূক্তভোগী মোঃ ফাইজুল ইসলাম, মোঃ শাহ আলম, আবু জাহেদ ও মোঃ গনি মিয়া। তারা অবিলম্বে বকুল মিয়াকে গ্রেফতার ও শাস্তির দাবী জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com