বাংলাদেশ জামাতে ইসলামের কালিয়া পৌর শাখার উদ্যোগে কর্মী সম্মেলন ১২ জানুয়ারী বিকাল ৩ টায় সময় কালিয়া ডাকবাংলা চত্বরে কর্মী সন্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিয়া পৌর শাখার আমির মাওলানা নওশের আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত, এই সভায় প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নড়াইল জেলা আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু। বিশেষ অতিথি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার সেক্রেটারি নড়াইল জেলা শাখা। প্রধান বক্তা মাওলানা তরিকুল ইসলাম জেলা সুরা সদস্য কালিয়া উপজেলা শাখার আমির। এছাড়া বক্তব্য দেন নড়াইল জেলা সহকারী সেক্রেটারি খান আউব আলী, নড়াইল জেলা কর্ম পরিষদ সদস্য হাফেজ মোঃ জাকারিয়া মোল্লা এম,এইচ বাহাউদ্দীন, মাওঃ আলমগীর হোসেন সেক্রেটারি কালিয়া উপজেলা জামায়াতে ইসলামী,মাওঃ দবির উদ্দীন উপজেলা সূরা ও কর্ম পরিষদ সদস্য,মাওঃ নাহিদ হাসান তেরখাদ উপজেলা সেক্রেটারি, আমির হামজা কালিয়া উপজেলা যুব বিভাগের সভাপতি, সঞ্চালনা করেন মোঃ কামরুল মোল্লা, সেক্রেটারি কালিয়া পৌরসভা। বিভিন্ন ওয়ার্ড থেকে শত শত নেতা কর্মীরা মিছিল সহকারে কর্মী সন্মেলনে যোগ দেয়। দীর্ঘ দিন রাজনৈতিক অংগনে জামায়াতী ইসলামী দলকে শেখ হাসিনার সরকার কোন মিটিং মিছিল করতে দেয়নি, দলের নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর জেলের ঘানি টানিয়েছে এই ফ্যাসিস্ট সরকার প্রতিটি বক্ত্যার বক্তব্যে পরিস্ফুটিত হয় কালিয়া ডাকবাংলা চত্বরে কালিয়া পৌর কমিটি কর্তৃক আয়োজিত এই কর্মী সন্মেলনে। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বাংলাদেশ জামায়েত ইসলামী দল খুন রাহাজানি সন্ত্রাস চাঁদাবাজি লুটপাট পরের জমি দখল করার রাজনীতিতে বিশ্বাসী নয়। ক্ষমতার লোভে নয় জনগণের সেবা করাই তাদের মূল লক্ষ্য। বাংলাদেশ জামায়তী ইসলামকে যারা নিশ্চিহ্ন করতে চেয়েছিল আজ তারাই আল্লাহ পাকের রহমতে দেশ ছেড়ে পালিয়ে নিশ্চিহ্ন হয়ে গেছে।