বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে ৮ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী এবং ২ হাজার শিক্ষার্থীকে স্কুলব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণ করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড। রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত জেলার টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলায় বিভিন্ন স্থানে এসব সামগ্রী বিতরণ করা হয়। এদিকে দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শেখ রাসেল ক্রীড়া চক্রের নেতৃবৃন্দ। সাথে ছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও জনপ্রতিনিধিরা। বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহতদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মিলাদ-মাহফিলের অনুষ্ঠিত হয় সেখানে। শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর নির্দেশনায় এ সকল আয়োজনে ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন, ক্রীড়া পরিচালক শেখ সালেহ জামান সেলিম, পরিচালক মোহাম্মদ গোলাম, মাকসুদুর রহমান, সদস্য মেজর (অব.) শেখ মোঃ মিজানুর রহমান এবং মোঃ আমিনুল ইসলাম। খাদ্য সামগ্রীর প্যাকেটে ছিল ১০ কেজি চাল, ২ কেজি আলু, ২ লিটার সয়াবিন তেল এবং ১ কেজি করে ডাল ও লবণ। দৃষ্টিনন্দন স্কুলব্যাগের সঙ্গে ছিল ছয়টি খাতা, একটি করে পেন্সিল বক্স, কলম, পেন্সিল, শার্পনার, ইরেজার ও স্কেল। বেলা পৌনে ১১টায় স্বাস্থ্যবিধি মেনে শারীরিক দূরত্ব বজায় রেখে কোটালীপাড়া উপজেলা শিল্পকলা একাডেমির সামনে ৬ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী ও ১ হাজার পরিবারকে শিক্ষা উপকরণ দেয়া হয়। শোকের মাসে আয়োজিত এ অনুষ্ঠানের শুরুতে ১ মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস। সেখানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, সাবেক উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ ও পৌর মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ। এসময় বক্তারা শেখ রাসেলের স্মৃতি ধরে রাখতে বসুন্ধরা গ্রুপ যে দায়িত্ব নিয়েছে, তার জন্য বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহানকে ধন্যবাদ জানান। দুপুরে টুঙ্গিপাড়ায় ২ হাজার পরিবারের মধ্যে খাদ্য-সামগ্রী ও ১ হাজার পরিবারের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। টুঙ্গিপাড়া হেলিপ্যাড চত্বরে বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের কাছে এসব উপকরণ হস্তান্তর করা হয়। জোহর বাদ জাতির পিতার সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বিকেল ৩ টায় শেখ রাসেল দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয় দৃষ্টিনন্দন স্কুল-ব্যাগসহ শিক্ষা উপকরণ। এ সময় প্রতিষ্ঠানের সহকারি পরিচালক মানব রঞ্জন বাছাড় সেখানে উপস্থিত ছিলেন। পরে টুঙ্গিপাড়া পৌর-বাসস্ট্যান্ডে খাদ্যসামগ্রী এবং শেখ রাসেল শিশু নিকেতনে শিক্ষা উপকরণ বিতরণের মধ্য দিয়ে শেখ রাসেল ক্রীড়া চক্রের সহায়তা কার্যক্রমের সমাপ্তি ঘটে। টুঙ্গিপাড়ার সকল আয়োজনে উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ আবুল বশার খায়ের, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ সহ অনেকে উপস্থিত ছিলেন।