ব্যাপক আয়োজনে ভৈরবে শাহাদাতে কারবালা দিবস পালিত হয়েছে। ছোট বড় প্রায় ১৫টি ইমাম বাড়াতে আশুরার বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। কারবালা স্বরণে পহেলা মহরম থেকে জারি জিকির দোয়া ও মিলাদ মাহফিল সহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। ইমামবাড়ায় শোকের ভাব ধারণ করে শোকগাধাঁ, মর্সিয়া মাতম এবং ধর্মীয় অনুষ্ঠানে নারীÑপুরুষগন অংশ নেয়। পৌর এলাকায় লক্ষীপুর হোসাইনী মঞ্জিলের খাদেম বীর মুক্তিযোদ্ধা মোখলেছ ফকির বলেন, অষ্টগ্রামের পীর সৈয়দ আলাই মিয়া সাহেব (রহঃ) ভক্তবৃন্দ প্রায় দেড়শ বছর যাবৎ দিবসটি পালন করে আসছে। সরকারি নিষেধাজ্ঞা থাকায় পৌর এলাকার লক্ষীপুরে কারবালা মাঠ নামে খ্যাত স্থানে এ বছর তাজিয়া মিছিল বন্ধ ছিল