সিরাজগঞ্জের রায়গঞ্জে প্রধানমন্ত্রী ঘোষিত কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও মাঝারী শিল্প উদ্যোক্তাদের মাঝে প্রনোদনার আওতায় ঋণের চেক বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি’র) উদ্যোগে ঋণ বিতরণ উপলক্ষ্যে আলোচনা সভায় সভাপতিত্ব করেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিবুল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সঞ্চালনায় ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ শফিকুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ ইমরুল হোসেন তালুকদার ইমন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাবেক অধ্যক্ষ রেজাউল করিম তালুকদার, ইসলামি ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ শাহীন সরকার, বিআরডিবির সভাপতি ফরহাদ আলী, রায়গঞ্জ প্রেসক্লাবে সভাপতি টি.এম কামরুজ্জামান লাবু, সাধারণ সম্পাদক কে.এম রফিকুল ইসলাম, রিপোটার্স ইউনিটির সভাপতি সুব্রত কুমার ঘোষ (তাপস), ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ছরওয়ার লিটন, ধামাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাইসুল ইসলাম তালুকদার সমুন প্রমূখ। শেষে প্রধান অতিথি ৩০ জন ক্ষুদ্র, মাঝারী ও শিল্প উদ্যোক্তাদের ৫১ লক্ষ টাকার প্রনোদনা ঋণ বিতরণ করেন।