পরিচালক অপূর্ব রানা। ‘টর্চার’, ‘গোপন শত্রু’, ‘পুড়ে যায় মন’,‘জীবনে তুমি মরনেও তুমি’, ‘পালাবার পথ নেই’ ইত্যাদি সিনেমাগুলো নির্মাণ করে নিজের নাম প্রতিষ্ঠিত করেছেন তিনি। এবার নামছেন নতুন মিশনে। সরকারি অনুদানে নির্মিত হচ্ছে ‘জলরঙ’ সিনেমা। এটি পরিচালনা করবেন রানা। এই সিনেমাতে তিনি নায়ক হিসেবে আস্থা রেখেছেন সাইমন সাদিকের উপর। তবে নায়িকা কে হবেন তা এখন চূড়ান্ত হয়নি। এ প্রসঙ্গে রানা জানান, বেশ ক’জন নায়িকার সঙ্গেই তার কথা হয়েছে। তবে কেউই চূড়ান্ত নন। দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন তিনি।
কারণ, সেপ্টেম্বরেই শুটিং শুরু করতে চান রানা। ‘জলরঙ’-এর দৃশ্যায়ন হবে কিশোরগঞ্জের অস্টগ্রাম, নিকলীর বিভিন্ন লোকেশনে। তিনি বলেন, ‘বেশ নতুন আমেজের একটি গল্প নিয়ে নতুন যাত্রা শুরু করছি। সরকারকে ধন্যবাদ আমার উপর আস্থা রাখার জন্য। আশা করছি সেই প্রতিদান দিতে পারবো। এই ছবির প্রধান শক্তি গল্প ও এর চরিত্রগুলো।’ প্রি প্রোডাকশন কাজ শেষ করেছেন অপূর্ব রানা। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই ক্যামেরা ওপেন হবে ‘জলরঙ’র।
এদিকে স¤প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন নায়ক সাইমন। তবে বর্তমানে তিনি সুস্থ আছেন। গেল ৮ আগস্ট রাতে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে সাইমন সাদিক কোভিড-১৯ আক্রান্ত হওয়ার বিষয়টি জানিয়েছিলেন। আর শুক্রবার (২০ আগস্ট) বিকালে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি করোনা মুক্ত হওয়ার খবরটি জানান। পরিচালক রানা আশা করছেন, সেপ্টেম্বরের মধ্যেই শারীরিক দুর্বলতা কাটিয়ে উঠে শুটিংয়ে যাবার জন্য প্রস্তুত হতে পারবেন সাইমন। ‘জলরঙ’ সিনেমায় আরও অভিনয় করবেন শহিদুল আলম সাচ্চু, ফজলুর রহমান বাবুসহ অনেক জনপ্রিয় অভিনয়শিল্পীরা।