রংপুর জেলা পুষ্টি সমন্বয় কমিটির ৮ম সভা স্বাস্থ্যবিধী মেনে পর্যটন মোটেলে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম রব্বানির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক ডাঃ মোঃ খলিলুর রহমান। সভায় জেলা পুষ্টি সমন্বয় কমিটির সাথে সম্পৃক্ত বিভাগসমূহ তাদের উল্লেখযোগ্য অর্জনসমূহ উপস্থাপন করেন। সভায় প্রধান অতিথি বলেন জাতীয় পুষ্টি সপ্তাহ আমাদের জাকজমকভাবে প্রতি বছর পালন করতে হবে এটা প্রধানমন্ত্রীর নির্দেশনা। এছাড়া তিনি দ্বি-মাসিক সভায় সকল বিভাগের কার্যক্রমগুলো বাস্তবায়ন করতে কার কোন বিভাগের সহায়তা লাগবে, সেটার সিদ্ধান্ত গ্রহন করতে বলেন। তিনি আরও বলেন বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের ওয়েব পোর্টালে জেলা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা এবং অগ্রগতি অর্ন্তভুক্ত করার জন্য। সভায় সিভিল সার্জন ও জেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব জনাব ডাঃ হিরম্ব কুমার রায় চলতি অর্থ বছরের (২০২১-২০২২) বার্ষিক জেলা পুষ্টি কর্ম-পরিকল্পনা তৈরীতে সকল বিভাগের সহযোগিতা নিশ্চিত করার কথা বলেন এবং এরই ধারাবাহিকতায় উপজেলা ভিত্তিক বার্ষিক পুষ্টি কর্ম-পরিকল্পনা (২০২১-২০২২) প্রণয়ন করে জেলা পুষ্টি সমন্বয় কমিটি বরাবর প্রেরণের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে, কেয়ার বাংলাদেশ ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরী সহায়তায় এবং ইএসডিও কর্তৃক বাস্তবায়নকৃত জয়েন্ট এ্যাকশন ফর নিউট্রিশন আউটকাম (জানো) শীর্ষক প্রকল্পের করোনা ভাইরাস প্রতিরোধে জেলার ১১৪ টি স্কুলে (গঙ্গাচড়া ৪৪ টির মাধ্যমিক-৩৩, প্রাথমিক-৫, মাদ্রাসা-৬), (কাউনিয়া ৪৫ টির মাধ্যমিক-২৮, প্রাথমিক-৪, মাদ্রাসা-১৩), (তারাগঞ্জ ২৫ টির মাধ্যমিক-১৮, প্রাথমিক-৫, মাদ্রাসা-২) স্কুল রিওপেনিংয়ের উপকরণ (মগ, হাত ধোয়ার বালতি, ফ্লোর ক্লিনার, ডিটারজেন্ট পাউডার, স্প্রে বোতল, স্যানিটারী ন্যাপকিন, স্কুল খোলার সরকারী বিধিমালা, লিফলেট, সারজিকাল মাস্ক, ফেষ্টুন, থারমাল স্কেনার ও ঝাড়–) বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্যগন ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের উপ-পরিচালক ডাঃ ফারজানা রহমান, কেয়ার বাংলাদেশ জানো প্রকল্পের সিনিয়র টিম লিডার নাজনিন রহমান, ইএসডিও (ডেভলপমেন্ট) প্রোগ্রাম কো-অর্ডিনেটর যামিনী কুমার রায়, গণমাধ্যম প্রতিনিধিবৃন্দ ও জানো প্রকল্পের কেয়ার বাংলাদেশ, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও ইএসডিও’র প্রতিনিধিবৃন্দ। সভাটি সঞ্চালনা করেন ডেপুটি সভিল সার্জন ডাঃ কানিজ সাবিহা।