করোনা ভাইরাস মহামারির কারণে প্রায় দেড় বছরের বেশি সময় বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘প্রতীকী ক্লাস’ করেছেন শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টা থেকে এক ঘণ্টা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার ও পরে কলা ও মানবিকী অনুষদের বারান্দায় ক্লাস করেন। ‘উত্তর আধুনিকতা ও ফ্যাসিবাদ’ বিষয়ে এই ‘প্রতীকী ক্লাস’ নেন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ৫০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এর আগে, বুধবার রাতে অধ্যাপক রায়হান রাইন সশরীরে ক্লাস নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। এই ঘোষণার পর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদও আগামী ২৯ আগস্ট সশরীরে ক্লাস নেওয়ার ঘোষণা দিয়েছেন।
এসময় রায়হান রাইন সাংবাদিকদের বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা বলে সরকার বার বার আমাদের মিথ্যা আশ্বাস দিয়ে যাচ্ছে। যেভাবে সরাকারের অন্যান্য দপ্তর, বিনোদন কেন্দ্র, কলকারখানা চলছে ঠিক সেভাবেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে। আমাদের এই ‘প্রতিবাদী ক্লাস’ আজ থেকে শুরু হয়েছে এবং এটা জারি থাকবে। ক্রমান্বয়ে অন্যান্য শিক্ষকরাও ‘প্রতিবাদী ক্লাস’ নেবেন বলে জানান তিনি।