ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়নের গেরা গাঁও গ্রামের একই পরিবারের ৪ জনের দাফন সম্পন্ন হয়। শনিবার ২১ আগষ্ট ২০২১ইং সকাল ১১ টায় চম্পকনগর শাহী ঈদগ্হা মাঠ ময়দানে কান্নায় ভারাক্রান্ত হৃদয়ে আকাশ বাতাস ভারী করে এর জানাজার নামাজ শেষ করে তাদের পারিবারিক কবরস্থানে তাদেরকে দাফন করা হয়। তাহারা হলেন, উপজেলার চম্পকনগর ইউনিয়নের গেরা গাঁও গ্রামের মৃত আবদুল হাশিমের স্ত্রী কমলা বেগম(৬৫), এর মেয়ে ফরিদা খাতুন(৩৫) স্বামী জজ মিয়া, নাতনি মুন্নি বেগম(১০) পিতা জজ মিয়া, এবং কমলা বেগমের জা রিনা খাতুন(৬০) স্বামী মালু মিয়া। উল্লেখ্য, গত শুক্রবার ২০ আগষ্ট ২০২১ ইং বিকাল সাড়ে ৫ টায় উপজেলার পত্তন ইউনিয়নের লইস্কা বিল এলাকায় ৬০/৭০ জন যাত্রী সহ যাত্রীবাহী নৌকা সাথে বালি বুঝায় ২ টি ট্রলারের সাথে সংঘর্ষ হয় এতে যাত্রীবাহি নৌকা উল্টে যায়, এতে একই পরিবারের ৪ জন সহ মোট ২২ জনের মৃত্যু ঘটে, একই পরিবারের ৪ জনের মৃত্যুতে এলাকায় শোকের মাতম বইছে, এলাকার পাড়া-প্রতিবেশী সহ আত্মীয়-স্বজনের কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে আছে, যা হৃদয় বিদারক, এ বিষয়ে বর্তমান ১নং ওয়ার্ড মেম্বার শাহাদাত মিয়া জানান, একই পরিবারের ৪ জনের সলিল সমাধি, তা খুবই মর্মান্তিক যা ভাষায় প্রকাশ করা যায় না, এমন দুর্ঘটনা ইতিপূর্বে আর কোন সময় আমি দেখিনি, এলাকাবাসীর দাবি দোষীদের শাস্তি যেন নিশ্চিত হয়। তবেই আর এমন কোন ঘটনা পুনরাবৃত্তি ঘটবে না এবং কোন পরিবারের আহাজারি শোনা যাবে না।