দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানায় কর্মরত এএসআই আঃ মালেক রংপুর রেঞ্জের ঘোড়াঘাট থানার চৌকস পুলিশ অফিসার হিসেবে নির্বাচিত হয়েছে। শুক্রবার ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলামের হাত থেকে রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য (বিপিএম) বার পক্ষে তিনি সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করেন। এএসআই মালেক ঘোড়াঘাট থানা এলাকায় ১ মাসে ২১ জন আসামীসহ হেরোইন, ফেনসিডিল, গাঁজা, ইয়াবা উদ্ধার ও মাদক মামলায় উদ্ধার ১ টি মোটরসাইকেল, জিডি মূল্যে ৩ টি মোটরসাইকেল উদ্ধার এবং মামলায় ১টি মিনি পিকআপ ও ৬টি মোবাইল ফোন এবং ১টি ইজিবাইক জব্দ করেন, জিডি মূল্যে ৪টি মোবাইল ফোন ও ৩টি চোরাই গরু উদ্ধার সহ বিট পুলিশিং মিটিং সহ যাবতীয় কর্মকান্ডে রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত হয়। এএসআই আঃ মালেক রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য (বিপিএম), দিনাজপুর জেলা পুলিশ সুপার আনোয়ার হোসেন(বিপিএম, পিপিএম) বার ও ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ কে ধন্যবাদ জানিয়ে সকলের কাছে দোয়া চেয়েছেন।