মহামারী করোনাভাইরাসের কারণে বাংলাদেশে আটকে পড়া ৩৪০ জন কানাডিয়ান ঢাকা ত্যাগ করেছেন। রোববার (১০ মে) কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকা ত্যাগ করেন।
এটি বাংলাদেশে কানাডিয়ান হাইকমিশন আয়োজিত তৃতীয় বিশেষ ফ্লাইট।
হাইকমিশন জানিয়েছে, এ ফ্লাইটে ৩৪০ জনের বেশি আটকা পড়া কানাডিয়ান নাগরিক এবং স্থায়ী বাসিন্দা ছিল।
কাতার এয়ারওয়েজের ফ্লাইটটি দোহা হয়ে টরন্টোর উদ্দেশ্য রওনা দিয়েছে। আজ অবধি, এই নিয়ে তিনটি ফ্লাইটে আটকে পড়া ৭৬০ জন কানাডিয়ানকে ফিরিয়ে নেওয়া হয়েছে। সমস্ত যাত্রী তাদের টিকিট মূল্যে নিজে দিচ্ছে।
এমআর/প্রিন্স