চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের বাগমুয়া গ্রামে অবস্থিত হযরত খাদিজাতুল কুবরা (রাঃ) হেফজখানা এবং এতিমখানা ৪জন হাফেজ কে পাগড়ী প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম. এ. কাশেম, প্রধান অতিথি ছিলেন বাগমুয়া জামে মসজিদের খতিব ও পেশ ঈমাম মাওলানা কামাল উদ্দীন, বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান মিসেস ফরিদা ফারিয়া, প্রিন্সিপাল মাওলানা নুরুল আজিম, হোস্টেল সুপার মাওলানা জাহাঙ্গীর। সঞ্চালনা করেন সাংবাদিক আতাউর রহমান মাসুদ। কৃতিত্বের সাথে হেফজ শেষ করে পাগড়ী ও নগদ অর্থ গ্রহন করেন, হাফেজ আবদুল ওয়াহেদ, মোঃ তাহাসিন, মোঃ শাহাদত, মোঃ হাসান। হেফজ একং নাজেরা বিভাগে কৃতিত্ব অর্জন করায় ১২জনকে পুরুষ্কার প্রদান করা হয়। এম. এ. কাশেম বলেন, ইসলাম এবং কোরআনের আলো ছড়িয়ে দিতে হাফেজদের ভুমিকা অপরিসীম । আমরা যারা অভিভাবক আছি হাফেজদের উৎসাহ যুগাতে হবে। করোনার এই ক্লান্তি লগ্নে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, তাই হাফেজদের পাগড়ী পরানো সম্ভব হয়নি। যে হাফেজরা আজ পাগড়ী পেয়েছে তাদের প্রতি অফুরন্ত দোয়া আর ভালোবাসা রইল। আল্লাহর দরবারে এই প্রার্থনা করি তারা যেন সারা বিশ্বে কোরআনের আলো ছড়িয়ে দিতে পারে।