রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:২৬ পূর্বাহ্ন

উৎসবমূখর পরিবেশে রাজবাড়ীতে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান শুরু

রাজবাড়ী প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১

সারাদেশের ন্যায় রাজবাড়ীতেও উৎসবমূখর পরিবেশে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে পাঠদান কার্যক্রম শুরু হয়েছে। রোববার সকাল থেকে প্রতিটি স্কুলের সামনে অবিভাবকসহ শিক্ষার্থীদের ভির দেখা যায়। এ সময় শহরের ইয়াছিন উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে পাঠদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ে ঢুকতে শিক্ষার্থী ও অতিথিদের ফুল দিয়ে বরণ করেন শিক্ষকরা। এছাড়া সবার মাস্ক পড়া নিশ্চিত ও শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ দুরত্বে শ্রেনী কক্ষে বসতে দেখা যায়। শিক্ষা অফিস সুত্রে জানাগেছে, করোনা অতিমারির কারণে দীর্ঘ প্রায় দেড় বছর বন্ধ থাকার পর জেলার মাদ্রাসা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকসহ ২৬৩টি এবং ৪৮২ টির প্রাথমিক বিদ্যালয়ের ৪৮১টি বিদ্যালয় খুলেছে। বন্যার পানির কারণে পাংশার চরআফড়া বিদ্যালয়টি পাঠদান কার্যক্রম শুরু হয়নি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com