১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে উপজেলার শিমুলতলা ও তালতলা ব্রীজ এলাকার খালে যৌথ অভিযানে আনুমানিক ৮০ হাজার টাকা মূল্যের ১০ হাজার মিটার অবৈধ জাল আটক করে পুড়িয়ে ফেলা হয়েছে। এবং ১ জনকে জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার ও উপজেলা মৎস্য অফিসার সাইয়্যেদা এ অভিযান চালায়। উপজেলা মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা বলেন, দেশি প্রজাতির মাছের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে অবৈধ জাল জব্দ করা হয়। এ ধরনের জাল দেশি প্রজাতির মাছের প্রজনন বৃদ্ধির ক্ষেত্রে বাধার সৃষ্টি করে। অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন। উন্মুক্ত জলাশয়ের বিভিন্ন খাল থেকে আটক ১০ হাজার মিটার অবৈধ ভেসাল জাল উপজেলা পরিষদ এলাকায় পুড়িয়ে ফেলা হয়।