পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জয়মনি এলাকার গাজী বাড়ির পিছন থেকে একটি মায়া (বার্কিং) হরিণ উদ্ধার করে বন বিভাগ। রবিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ছয়টার দিকে সংবাদ পেলে মায়া হরিণটিকে উদ্ধার করে চাঁদপাই রেঞ্জ অফিসে নিয়ে আসে বন বিভাগ। বন বিভাগ কর্মকর্তা মিজানুর রহমান বলেন, আমরা জানতে পারি সুন্দরবন থেকে লোকালয় আসা একটি হরিণ রনি গাজীর বাড়িতে ঘিরে দেওয়া নেটে আটকে পড়ে, সেখানে গিয়ে হরিণটিকে দ্রূত উদ্ধার করি। হরিণটি নেট জালে আটকা যাওয়ার স্থানে সামান্য কিছুটা ক্ষতের চিহ্ন দেখা যায়। আমরা পূর্ব অভিজ্ঞতার আলোকে প্রাথমিকভাবে দীর্ঘ ২ঘন্টা চিকিৎসা দিয়ে সম্পুর্ন সুস্থ হলে উর্ধোতন কর্তৃপক্ষের নির্দেশে মায়া হরিণটিকে সুন্দরবনে পুনরায় অবমুক্ত করি। উদ্ধার কাজে বন বিভাগ থেকে চাঁদপাই স্টেশন কর্মকর্তা ওবায়দুর রহমান, বন বিভাগ প্রতিনিধি মিজানুর রহমান, ওহিবুল ইসলাম, সিপিজি সদস্য এনামুল সরদার, স্বপন মোল্যা উপস্থিত ছিলেন। বন বিভাগ প্রতিনিধি মিজানুর রহমান বলেন, মায়া (বার্কিং) হরিণটির ওজন আনুমানিক ১৫ থেকে ২০ কেজি হবে।