গাজীপুরের কালীগঞ্জে ক্ষুদ্র ও প্রন্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন কেন্দ্রীয় আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি। সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে। উপজেলা নির্বাহী অফিসার মো. শিবলী সাদিকের সভাপতিত্বে ২০২১-২২ অর্থবছরে মৌসুমে উচ্চ ফলনশীর পাট বীজ উৎপান বৃদ্ধির লক্ষ্যে। পুনবাসন কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে নাবী পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন। প্রধান অতিথি কেন্দ্রীয় আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি। বিশেষ অতিথি- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, পৌর মেয়র এস.এম. রবিন হোসেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এইচ.এম. আবু বকর চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাকসুদ উল আলম খান, মহিলা ভাইস চেয়ারম্যান, শর্মিলা রোজারিও, উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন খান, মোক্তারপুর ইউপি চেয়ারম্যান এস.এম. আলমগীর হোসেন প্রমুখ। প্রধান অতিথি মেহের আফরোজ চুমকি এমপি বলেন- সন্তান লালন পালন করলে যেমন অনন্দ পাওয়া যায়। তেমনি গাছ লালন-পালন করলেও আনন্দ পাওয়া যায়। একটু খালি জায়গাও ফেলে না রেখে শবজি ও ফলজ গাছ রোপন করবেন। এত করে খাদ্যের চাহিদা পুরনের সাথে সাথে পুষ্টির অভাবও পুরণ হবে।