রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:০৮ পূর্বাহ্ন

জীবিত থেকেও মৃত জলঢাকার আলেমা বেগম

রিয়াদুল ইসলাম (জলঢাকা) নীলফামারী :
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১

জীবিত থেকে ও মৃত নীলফামারী জলঢাকার আলেমা বেগম(৬৮)।সরেজমিনে গিয়ে তার সাথে কথা বলে জানা যায়, আলেমা বেগম পৌরসভার ৭নং ওয়ার্ডের ছকর উদ্দিনের স্ত্রী বৃদ্ধ হয়েও অভাবের তারনায় তিনি মানুষের বাড়িতে কাজ করেন। কিন্তু অত্যান্ত দুঃখের বিষয় এই যে জীবিত থেকেও নির্বাচন কমিশন সার্ভারে মৃতদের তালিকায় তার নাম। তিনি মৃত! সেই থেকেই উপজেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, পৌর মেয়র, কাউন্সিলরসহ প্রভাবশালীদের দ্বারে-দ্বারে ঘুরছেন হতদরিদ্র আলেমা বেগম(৬৮)। তার দেওয়া তথ্য মতে, ২০১১ সালের পর থেকে, কোন ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি।বয়স্ক ভাতা ও সরকারের যাবতীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত তিনি। অসহায় আলেমা বেগম বয়স্ক ভাতার জন্য গেলে জানতে পারেন তিনি মৃত।কিন্তু কোথাও কোন সুরাহা পাননি। এ বিষয়ে আলেমা বেগম এ প্রতিবেদককে বলেন, মাইষের বাড়িত কাজ করি ভাত খাও মুই। মেলা দিন থাকি বয়স্ক ভাতার জইন্নে ম্যালা মানুষের কাছোত গেছুনু সবায় মোক ফিরি দিছে। জলজ্যান্ত মানুষটাকে মরা বানে থুইচে। এ বিষয়ে জলঢাকা উপজেলা নির্বাচন কর্মকর্তা উজ্জ্বল হোসেনের সাথে কথা হলে তিনি বলেন, হতাশ হওয়ার কিছু নেই একটা আবেদন দিলে খুব দ্রুত তার জাতীয় পরিচয়পত্র সংশোধন করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com