রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৮ অপরাহ্ন

চকরিয়ায় আলমগীর চৌধুরী ও মহেশখালীতে মকছুদ মিয়া মেয়র নির্বাচিত

মনির আহমদ কক্সবাজার :
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী পৌরসভা নির্বাচন ২০২১ এর নির্বাচনে চকরিয়া ও মহেশখালী দুটি পৌরসভায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন হয়েছে। ইভিএমের মাধ্যমে নির্বাচনে বিদ্রোহীদের হারিয়ে নৌকা মার্কা নিয়ে বর্তমান দুই প্রার্থীই পুনরায় বিজয় লাভ করেছে। সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট চলে। চকরিয়া পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার ও চকরিয়ার ইউএনও সৈয়দ শামসুল তাবরীজ জানান, চকরিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলমগীর চৌধুরী ২১ হাজার ৭৮৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নারিকেল গাছ প্রতীকে স্বতন্ত্র মেয়র প্রার্থী জিয়াবুল হক পেয়েছেন ৯ হাজার ৮৮৬ ভোট। কাউন্সিলর পদে নির্বাচিতরা হলেন- ১নং ওয়ার্ডে নুরুচ শফি, ২নং ওয়ার্ডে সাইফুল ইসলাম, ৩নং ওয়ার্ডে হানিফ ইসলাম, ৪নং ওয়ার্ডে জাফর আলম কালু, ৫ নং ওয়ার্ডে ফোরকানুল ইসলাম তিতু, ৬নং ওয়ার্ডে আব্দু সালাম, ৭নং ওয়ার্ডে নুরুল আমিন, ৮নং ওয়ার্ডে মুজিবুল হক ও ৯নং ওয়ার্ডে বেলাল উদ্দিন। অপরদিকে মহিলা কাউন্সিলর পদে ১,২ ও ৩নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর রাশেদা বেগম, ৪,৫ ও ৬নং ওয়ার্ডে ফারহানা ইয়াছমিন ফোরকান এবং ৭,৮ ও ৯নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আনজুমান আরা বেগম। অপরদিকে মহেশখালী পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক আমিন আল পারভেজ জানান, মহেশখালী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মকসুদ মিয়া ৭০০৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নারিকেল গাছ প্রতীকের সাবেক মেয়র সরওয়ার আজম পেয়েছেন ৫ হাজার ৫৪৮ ভোট। মহেশখালী পৌরসভায় পুরুষ কাউন্সিলর পদে যারা জয়লাভ করেছেন- ১নং ওয়ার্ডে উটপাখি প্রতীক নিয়ে বিজয় হয়েছে আবু তাহের। ২নং ওয়ার্ডে টেবিল লাইট প্রতীক নিয়ে বিজয় হয়েছেন আজিজ মিয়া, ৩নং ওয়ার্ডে উটপাখি প্রতীক নিয়ে কাজী মোতাহের হোসেন, ৪নং ওয়ার্ডে ব্ল্যাকবোর্ড প্রতীক নিয়ে জনি মং, ৫নং ওয়ার্ডে পাঞ্জাবি প্রতীক নিয়ে বিজয় হয়েছেন মনজুর আহমদ, ৬নং ওয়ার্ডে পাঞ্জাবি প্রতীক নিয়ে প্রণব কুমার দে, ৭নং ওয়ার্ডে উটপাখি প্রতীক নিয়ে বিজয়ী হয়েছে শামসুল আলম বাদশা, ৮নং ওয়ার্ডে ভোট স্থগিত, ৯নং ওয়ার্ডে টেবিল লাইট প্রতীক নিয়ে বিজয় হয়েছে খায়ের হোসেন, সংরক্ষিত নারী সদস্য পদে ১,২,৩ নং ওয়ার্ডে আনারস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছে সুলতানা বিলকিছ, ৪,৫,৬নং ওয়ার্ডে জবাফুল প্রতীক নিয়ে বিজয়ী হয়েছে প্রীতিকনা চম্মা, ৫,৬,৭ নং ওয়ার্ডে চশমা প্রতীক নিয়ে বিজয় হয়েছে দিলারা সুলতানা তারা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com