রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৯ অপরাহ্ন

গোপালপুরে বিএমজিটিএ’র জেলা সম্মেলনে কমিটি গঠন

সেলিম হোসেন গোপালপুর (টাঙ্গাইল) :
  • আপডেট সময় শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১

মাদরাসাসহ সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, সহকারি অধ্যাপকের অনুপাত প্রথা বাতিল, সম্মানজনক বাড়ী ভাড়া ও পূর্ণাঙ্গ উৎসব ভাতার দাবিতে বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটিএ)’র টাঙ্গাইল জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিএমজিটিএ’র জেলা শাখার আয়োজনে শুক্রবার দুপুরে গোপালপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, কর্মচারি কল্যাণ ট্রাস্ট, শিক্ষা মন্ত্রণালয়ের সদস্য এবং বিএমজিটিএ’র সভাপতি মো. হারুন-অর-রশিদ। সিনিয়র যুগ্ম মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রিয় কার্যনির্বাহী কমিটি এবং বিএমজিটিএ’র টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক সহকারি অধ্যাপক কে.এম. শামীম হোসেনের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন বিএমজিটিএ’র মহাসচিব মো. শান্ত ইসলাম। টাঙ্গাইল জেলা সদস্য সচিব মো. এলিন তালুকদারের সঞ্চালনায় ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, মাদরাসা শিক্ষক সমিতির জেলা সভাপতি আব্দুল আলীম আকন্দ, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জিএম গোলাম ফারুক, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তালুকদার, জেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির আহবায়ক দেলোয়ার হোসেন, বিএমজিটিএর স্থায়ী কমিটির সদস্য ফিরোজ আলম ও মেহেদী হাসান সরকারসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে সহকারি অধ্যাপক কে.এম. শামীম হোসেনকে সভাপতি ও মো. এলিন তালুকদারকে সাধারণ সম্পাদক করে ৩৫সদস্য বিশিষ্ট টাঙ্গাইল জেলা কমিটি গঠন করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com