রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম ::
ছাত্রজনতার দখলে রাজপথ, শ্রীমঙ্গলে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ-সড়ক অবরোধ কবিরহাটে জমি সংক্রান্ত বিরোধে সন্ত্রাসী হামলা, আহত ৩ হাসপাতালে চিকিৎসার জন্য এসে আবারো হামলার শিকার টাকা না দেওয়ায় বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে গ্রেফতার কেশবপুরের টিটাবাজিতপুরে জমি জবরদখলকারী ও চক্রান্তকারীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অসুস্থ মাহমুদুর রহমান মান্না বিএসএমএমইউতে ভর্তি “বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে রুখে দেয়ার আহ্বান” নাজিরপুরে উপজেলা প্রকৌশলীর দুর্ণীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ আল্লাহর কাছে জবাবদিহিতার অনুভূতি নিয়ে কাজ করতে হবে: আবদুল হালিম জলঢাকায় ভোট চোর চেয়ারম্যানের পদত্যাগ ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন ব্যস্ত সময় পার করছেন দুর্গাপুরের মৃৎশিল্পিরা

হালিম সভাপতি, বায়েজীদ সম্পাদক রংপুর রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা

নুর হাসান চান রংপুর :
  • আপডেট সময় রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১

প্রতিশ্রুতিশীল সাংবাদিকদের সংগঠন রংপুর রিপোর্টার্স ক্লাব এর দ্বি-বার্ষিক সাধারণ সভা ২০২১ইং অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্লাব প্রাঙ্গণে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। রংপুর রিপোর্টার্স ক্লাবের সদস্য সিনিয়র সাংবাদিক সাইদুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সাধারণ সদস্যদের সম্মুখে ক্লাবের বিগত দুই বছরের আয় ও ব্যয় হিসাব উপস্থাপন করেন সাধারণ সম্পাদক শাহ্ বায়েজীদ আহমেদ। এরপর রংপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সদস্যরা তাদের মতামত ব্যাক্ত করে বক্তব্য দেন। পরে ক্লাবের সভাপতি আব্দুল হালিম আনছারী তার বক্তব্য শেষে পূর্বের কমিটি বিলুপ্ত করে জুমার নামাজের জন্য বিরতি দেন। নামাজ শেষে পুনরায় সভার কার্যক্রম শুরু করা হয়। সভায় গঠনতন্ত্রের অনুচ্ছেদ ৮ এর ক, ঙ ধারা মোতাবেক ক্লাবের ৫৯ জন সদস্যদের মধ্যে ৪৯জন সদস্যের কণ্ঠ ভোটে আব্দুল হালিম আনছারীকে সভাপতি ও শাহ্ বায়েজীদ আহমেদকে সাধারণ সম্পাদক করে দুই বছর মেয়াদী ১৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এসময় বাংলাদেশ জাসদ রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, সেচ্ছাসেবক লীগের মহানগর কমিটির সাধারণ সম্পাদক রমজান আলী তুহিনসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কমিটির অন্যান্য সদস্য সদস্যরা হলেনঃ সিনিয়র সহ-সভাপতি মোজাফফর হোসেন, সহ-সভাপতি- তাজিদুল ইসলাম লাল, যুগ্ম সম্পাদক আজম পারভেজ, কোষাধ্যক্ষ- আমিরুল ইসলাম, দপ্তর সম্পাদক- হারুন অর রশিদ, প্রচার সম্পাদক- মিজানুর রহমান লুলু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক- আফরোজা বেগম, ক্রীড়া সম্পাদক- মিজানুর রহমান মিজান। কার্যকরী সদস্য- তৌহিদুল ইসলাম বাবলা, এসএম ইকবাল সুমন, শরিফুল ইসলাম স¤্রাট, ফখরুল শাহিন ও এনামুল হক।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com