রংপুরের গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার তাসলীমা বেগম এ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে গত ১৪ অক্টোবর ২০১৮ যোগদান করেন। তার আড়াই বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, ভাইস চেয়ারম্যান সাজু মিয়া লাল, সকল কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয় জনপ্রতিনিধিরা ফুলের শুভেচ্ছা বিনিময় করেন। উপজেলা নির্বাহী অফিসার তাসলীমা বেগম বিভিন্ন সফলতার মধ্যে দিয়ে সফল উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ইতিমধ্যে উপজেলার মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। বিরোধী দলের চীপ হুইপ রংপুর-১ আসনের আলহাজ্ব মসিউর রহমান রাঙ্গা এমপিও তার প্রশংসা করেছেন। নির্বাহী অফিসার তাসলীমা বেগম যোগদানের পর থেকেই মোবাইল কোর্ট পরিচালনা ও নিয়মিত বাজার মনিটরিং থেকে শুরু করে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে তার সরব উপস্থিতি জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। ভূমিহীন ও গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘর নির্মাণের কাজ সফলভাবে বাস্তবায়ন করছেন। বাল্য বিবাহ বন্ধ, রাত জেগে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ, করোনা মহামারীর সময় অসহায় গরীব মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন, করোনা রোগীদের বাড়িতে খাদ্য সামগ্রী পাঠানো, মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান, নদী ভাঙ্গন ও বন্যা কবলিত এলাকা পরিদর্শন, যে কোন বিষয়ে আর্থিক সহায়তা প্রদান ও জাতির জনকের শতবর্ষ পালনসহ বিশুদ্ধ পানি ও জলের ব্যবস্থা, বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার তাসলীমা বেগম আড়াই বছর পূর্ণ করলেন। ইতিমধ্যে তার সততা, কর্মদক্ষতা ও পরিশ্রম দিয়ে গঙ্গাচড়া উপজেলা মানুষের কাছে প্রিয় ব্যতিত্ব হয়ে উঠেছেন। বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী নির্বাহী অফিসার তাসলীমা বেগমের দক্ষতার প্রশংসা করেন।