বান্দরবানে পর্যটন শিল্পের বিকাশ ও সমৃদ্ধির লক্ষ্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে “ আলীকদম উপজেলা মেঘের রাজ্য ডিম পাহাড়ে “ বিশ্ব পযর্টন দিবস ২০২১ সফল ভাবে পালিত হয়েছে। জেলা পরিষদের সদস্য দুংড়ি মং মার্মা রোড শোতে অংশ গ্রহণকারী সাইক্লিস্টদের ফুল দিয়ে আলীকদম উপজেলাবাসীর পক্ষ থেকে সু-স্বাগতম জানান। বুধবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকার সময় মেঘের রাজ্য ডিম পাহাড় এর উপর বান্দরবান থেকে বাইসাইকেল চালিয়ে রুমা ও থানচি উপজেলা হয়ে আলীকদম উপজেলায় প্রবেশ মুখে সাইক্লিস্টদের কে অর্ভথ্যনা জানান জেলা পরিষদ সদস্য দুংড়ি মং মার্মাসহ অতিথি বৃন্ধ। এরপরে পাহাড়ারে বসবাসকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিভিন্ন ধরনের জীব বৈচিত্র্যের ঐতিহ্য তুলে ধরে কালচার প্রোগ্রাম পরিবেশন করেন আলীকদমের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিল্পীরা। আলীকদম উপজেলা আওয়ামীলীগের সহ -সভাপতি সমরঞ্জন বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাছির উদ্দীন সরকার, সদর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দীন, ২নং চৈক্ষ্যং ইউপি চেয়ারম্যান ফেরদৌস রহমান, ৩নং নয়াপাড়া ইউপি চেয়ারম্যান ফোগ্য মার্মা,৪ নং ইউপি চেয়ারম্যান ক্রাত পুং ম্রোসহ স্হানীয় ব্যাক্তিবর্গ। উক্ত অনুষ্ঠানে জেলা পরিষদের সদস্য দুংড়ি মং মার্মা বলেন,বান্দরবান জেলা একটি উজ্জ্বল সম্ভাবনাময় পর্যটন শিল্পের বিকাশ ও সমৃদ্বি ঘটবে। এরই মধ্যে পর্যটন শিল্প সারাবিশ্বে ছড়িয়ে পড়ছে। করোনাকালীন সময়ে ঝিমিয়ে পাড়া পর্যটন শিল্পকে চাঙ্গা করতে বান্দরবান জেলা পরিষদ সপ্তাহব্যাপী বিভিন্ন ধরণের কর্মসূচী হাতে নিয়েছে। তিনি আরো বলেন, বান্দরবান জেলার আলীকদম উপজেলা পর্যটন এলাকা হিসেবে পরিচিত লাভ করেছে। এরই মধ্য এই উপজেলায় ব্যাপক পর্যটকের আগম ঘটছে, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী মহোদয় বান্দরবানসহ এই উপজেলাকে পর্যটন শিল্পে রূপান্তরিত করার উদ্যোগ হাতে নিয়েছেন।