নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে অবশেষে রানের দেখা পেলেন বাংলাদেশের হার্ড হিটার ওপেনার তামিম ইকবাল। ব্যাট হাতে তিনি খেলেছেন ৪০ রানের ইনিংস। তার দলও জিতেছে ৬ উইকেটে। প্রথম দুই ম্যাচে বৃষ্টির বাগড়া। দ্বিতীয় ম্যাচে করেছিলেন ১২ রান। তৃতীয় ম্যাচে ১৪। চতুর্থ ম্যাচে এসে হাসলো তার ব্যাট। গত সোমবার কীর্তিপুরের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে চিতওয়ান টাইগার্সকে ৬ উইকেটে হারিয়েছে তামিমদের দল গ্ল্যাডিয়েটর্স। চার ম্যাচ খেলা গ্ল্যাডিয়ের্টস এখনো কোনো ম্যাচ হারেনি। চার ম্যাচের দুটিতে জয় পেয়েছে তারা। একটি ম্যাচ টাই এবং বাকিটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। ৬ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে আছে দলটি।
টস জিতে আগে ব্যাটিং করতে নামে টাইগার্স। মোহাম্মদ শাহজাদ, করিম জানাত ও সেকুগে প্রসন্নের ব্যাটে ৮ উইকেটে ১৬৪ রান তোলে তারা। জবাবে তামিম, ম্যাচ সেরা প্রদীপ আইরে ও উপুল থারাঙ্গার ব্যাটে ১৩ বল বাকি থাকতেই ৬ উইকেটের জয় তুলে নেয় ভৈরাওয়া গ্ল্যাডিয়েটর্স। নিজের চতুর্থ ম্যাচে এসে রানের দেখা পেলেন তামিম, খেললেন মারকাটারি ধরনেই। বাঁহাতি এই ব্যাটসম্যান ইনিংস উদ্বোধন করতে নেমে ১০.৫ ওভার পর্যন্ত ব্যাটিং করেন। এ সময় ৩০ বলে ৫টি চার ও একটি ছক্কায় ৪০ রানের ইনিংস খেলেন তিনি। তার দলের পক্ষে সর্বোচ্চ ৭২ রানের ইনিংস খেলেন নেপালের উইকেটরক্ষক ব্যাটসম্যান প্রদীপ আইরে। থারাঙ্গা ৩৯ রানে অপরাজিত থাকেন।