নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে হিন্দু ধর্মাম্বালীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ৮টি পূজা মন্ডপে খাদ্য সামগ্রি উপহার দিলেন মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী হাজী শাহ মোঃ সোহাগ রনি। ৯ সেপ্টেম্বর সকালে পূজা কমিটিবৃন্দের মাঝে এ খাদ্য সামগ্রি বিতরণ করা হয়। প্রতি মন্ডপে খাদ্য সামগ্রির মধ্যে ছিল এক বস্তা পোলাও চাউল ও এক বস্তা করে মুগডাল এবং অন্যান্য সামগ্রি ক্রয় করার জণ্য নগদ অর্থ প্রদান। চেয়ারম্যান প্রার্থী সোহাগ রবি বলেন, শারদীয় দূর্গাপুজার জন্য সোনারগাঁও উপজেলায় ৩৪টি পূজা মন্ডপ রয়েছে । তারমধ্যে আমাদের মোগরাপাড়ায় রয়েছে ৮টি পূজা মন্ডপ। যেহেতু দূর্গাপুজা সনাতন ধর্মাবলম্বীদের একটি বড় উৎসব। তাই প্রতি বৎসরই ধর্ম বর্ণ নির্বিশেষে পূজা উপলক্ষে মোগরাপাড়া ইউনিয়নের প্রত্যেক পূজা মন্ডপে আর্থিক অনুদান ও খাদ্য সামগ্রি বিতরণ করি। এবারো আমার নিজ উদ্যোগে পূজা উদযাপনের জন্য ৮টি পূজা মন্ডপে খাদ্য সামগ্রি বিতরণের পাশাপাশি আর্থিক অনুদান প্রদান করেছি। ৮টি মন্ডপে খাদ্য সামগ্রি ও অনুদান গ্রহণ করেন, শ্রী শ্রী গৌরনিতাই আখড়া মন্দিরের সভাপতি শ্রী লোকনাথ দত্ত ও সেক্রেটারি শ্রী রামপ্রসাদ দত্ত, কাবিলগঞ্জ মঙ্গলদ্বীপ যুব সংঘ দূর্গপূজা কমিটির সভাপতি নবরাজ বাবু, সাধারণ সম্পাদক কৃষ্ণাদাস, কাঁমারগাঁও শ্রী শ্রী শারদীয় দূর্গোৎসব কমিটির সভাপতি শ্রী শম্ভুনাথ দত্ত, সাধারণ সম্পাদক বিশ্বনাথ দত্ত, আশ্রাবদী যুব সংঘ সার্বজনীন দূর্গা পূজা কমিটির সভাপতি সজিব দাস, সাধারণ সম্পাদক সৎকুমার দাস, ভৈরবদী শ্রী শ্রী দূর্গা পূজা উদজাপন কমিটির সভাপতি শ্রী অনুকুল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক শ্রী ভক্ত চন্দ্র দাস, শ্রী শ্রী সাধু বাবু সম্ভুনাথ ব্রহ্মচারী আশ্রম পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী কৃষ্ণ বাবু, সাধারণ সম্পাদক শ্রী সুমন চন্দ্র দাস, ইউসুফগঞ্জ মালাকা দাসপাড়া যুব সংঘ পূজা কমিটির সভাপতি শ্রী নারায়ণ চন্দ্র দাস (সাধু), সাধারণ সম্পাদক সঞ্জু চন্দ্র দাস, বাগবাড়ী পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী মাধব চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক শ্রী সম্পদ চন্দ্র দাস। এসময় বিভিন্ন পূজা মন্ডপের ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।