নওগাঁর বদলগাছী উপজেলা সদরের লাবন্য প্রভা পাইলট ও কমিউনিটি বালিকা উচ্চ বিদ্যালয় এবং মিঠাপুর ইউনিয়নের একটি আশ্রায়ন প্রকল্প পরিদর্শন করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মোঃ হুমায়ন কবির। তিনি ৯ অক্টোবর সকাল সাড়ে ১১ টায় বালিকা বিদ্যালয়ে পৌঁছলে বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকাগন তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন। বিভাগীয় কমিশনার মহোদয় বিদ্যালয়ের লেখাপড়া ও খেলাধুলার ফলাফল অবগত হয়ে সন্তোষ প্রকাশ করেন। তাঁর নিকট বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাগাঙ্গীর আলম একটি প্রাচীর সংস্কারের জন্য আবেদন জানালে অতি দ্রুত তা বাস্তবায়নের আশ্বাস দেন।উল্লেখ্য অত্র বিদ্যালয়ের মহিলা হ্যান্ডবল দল জাতীয় যুব মহিলা হ্যান্ডবল প্রতিযোগিতা -২০২১ এ রানার আপ হয়েছে। বিদ্যালয় পরিদর্শন শেষে বিদ্যালয়ের পশ্চিম পার্শ্বের একটি শ্রেণী কক্ষের সামনে একটি বকুল ফুলের গাছের চারা রোপন করেন বিভাগীয় কমিশনার মহোদয়। এরপর তিনি সোয়া ১২ টার দিকে মিঠাপুর আশ্রায়ন প্রকল্প পরিদর্শন করেন। সেখানে গিয়ে তিনি বাসিন্দাদের সাথে কথা বলেন। তাদের সুবিধা অসুবিধার কথা শোনেন। সেখান থেকে তিনি ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহার পরিদর্শন করে বদলগাছী ত্যাগ করেন। এই সময় তাঁর সাথে জেলা প্রশাসক হারুন অর রশীদ, ডিডিএলজি উত্তম কুমার রায়, উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন, থানার অফিসার ইনচার্জ আতিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।