বুধবার, ০২ অক্টোবর ২০২৪, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম ::
কিশোরগঞ্জে ভাসমান সবজি চাষে লাভবান হচ্ছেন কৃষকরা চৌদ্দগ্রামে আদালতের নির্দেশ অমান্য করে জোরপূর্বক সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ কালিয়ায় কন্যা শিশু দিবস পালিত ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সহকারী শিক্ষকদের মানববন্ধন তারাকান্দায় ১০ গ্রেডে উন্নীতের দাবিতে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি কালীগঞ্জে বিদ্যালয়ে পাঠদান বন্ধ রেখে শিক্ষকদের মানববন্ধন : মিশ্র প্রতিক্রিয়া ডিমলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মিলন সম্পাদক পাভেল কালের বিবর্তনে বিলুপ্তির পথে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী কাচারি ঘর মানিকগঞ্জে সাড়ে ৪লাখ ছাগলের বিনামূল্যে টিকাদান কর্মসূচী শুরু আন্দোলনে নিহত নয়নকে বীরের মর্যাদা দেয়া হবে-দুলু

চিলাহাটিতে সিদ্ধান্ত গ্রহণ কাঠামোতে যুব অন্তর্ভুক্তকরণ শীর্ষক আলোচনা সভা

আশরাফুল হক কাজল চিলাহাটি :
  • আপডেট সময় বুধবার, ১৩ অক্টোবর, ২০২১

-নীলফামারী জেলার ডােমার উপজেলার চিলাহাটিতে সিদ্ধান্ত গ্রহণ কাঠামোতে যুব অন্তর্ভুক্তকরণ বিষয়ক আলোচনাসভা অনুষ্ঠিত হয?েছে। চিলাহাটি ডাকবাংলো হলরুমে উদয?াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) ও এ্যাক্টিভিস্টা নীলফামারীর আয়োজনে দাতা সংস্থা একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর হেলথ ইন্সপেক্টর (ইনচার্জ) জনাব বেলাল উদ্দীন; সভাপতিত্ব করেন গোমনাতি ইউনিয়নের ৯নং ওয়ার্ড ইউপি সদস্য ও উত্তর গোমনাতি কমিউনিটি ক্লিনিক ব্যবস্থাপনা কমিটির সভাপতি রবিউল আলম রাব্বি। সিদ্ধান্ত গ্রহণ কাঠামোতে যুব অন্তর্ভুক্তকরণ শীর্ষক আলোচনাসভায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন অর্পন যুব সংগঠনের সভাপতি রিপন ইসলাম। তিনি বলেন, “বাংলাদেশের মোট জনসংখ্যার এক তৃতীয়াংশই হলো যুব। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে যুবদের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ কাঠামোতে অন্তর্ভুক্ত করা তাই একান্ত জরুরি। কমিউনিটি ক্লিনিকের ব্যবস্থাপনা কমিটিতে যুবদের অন্তর্ভুক্ত করা হলে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে ভুমিকা রাখবে এবং জনঅংশগ্রহণ নিশ্চিত হবে।” প্রধান অতিথি বেলাল উদ্দীন তার বক্তব্যে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যুব অন্তর্ভুক্তকরণ প্রসঙ্গে বলেন, “১৭ সদস্য বিশিষ্ট কমিউনিটি ক্লিনিক ব্যবস্থাপনা কমিটির গঠন প্রক্রিয়ায় ২জন কিশোর কিশোরী অন্তর্ভুক্ত করার উল্লেখ থাকলেও সরাসরি যুব দের সম্পৃক্ত করার উল্লেখ নাই। তবে কমিটি এবং সিএইচসিপি যদি প্রয়োজন মনে করেন তাহলে নিতে পারেন।” মোকাদ্দেস হোসেন লিটুর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোগডাবুড়ি,কেতকিবাড়ি,গোমনাতি ও বামুনীয়া ইউনিয়নের ১১ জন কমিউনিটি হেল্থকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি), ১১টি কমিউনিটি ক্লিনিকের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইউপি সদস্য বৃন্দ, চার ইউনিয়নের বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধি, চিলাহাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল হক, অনলাইন নিউজ পোর্টাল অবলোকন এর সম্পাদক ইফতেখার টিটু সহ স্থানীয় সংবাদকর্মীবৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com