নওগাঁর বদলগাছীতে রোপা আমন ধানের নমুনা শস্য কর্তনের উদ্বোধন হয়েছে। উপজেলা কৃষি অফিসের তত্তাবধানে খলসী ও ভান্ডারপুর ব্লকে বিনা-১৭ জাতের ধানের বীজ উৎপাদনের জন্য এই ধান রোপন করা হয়েছিল। ১২ নভেম্বর নমুনা শস্য কর্তনের উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান আলী। তিনি এই ধান কর্তন, মাড়াই এবং ওজন স্বচক্ষে অবলোকন করেন। তিনি বলেন এই জাতের ধান প্রতি বিঘায় উৎপাদন হয়েছে ২২.৭৫ মন। এই ধান আগাম পাকে এবং ফলনও বেশ ভালো। আগামীতে উপজেলার অনেক কৃষক এই ধান উৎপাদন করে লাভবান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।