সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:০৫ পূর্বাহ্ন

ক্রয়কৃত জমি ভোগদখলে বাঁধা, পরিত্রাণ চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

আমিনুর রহমান গাইবান্ধা :
  • আপডেট সময় সোমবার, ১৮ অক্টোবর, ২০২১

সুন্দরগঞ্জে ক্রয়কৃত নিজ নামীয় জমি সহোদর ভাই কর্তৃক ভোগদখলে বাঁধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার দুপুরে গাইবান্ধা শহরের সমবায় মার্কেটের দ্বিতীয় তলায় সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পবিত্র কুমার সরকার। সংবাদ সন্মেলন হতে জানা যায়- উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের সতীরজান গ্রামের মৃত নরেন্দ্র নাথের পুত্র শ্রী পবিত্র কুমার সরকার (খোকন) এর ক্রয়কৃত ৩৯ শতাংশ জমি ভোগদখলে বাধা দিয়ে আসছে সহোদর ভাই পুলিশ কনস্টেবল রতন কুমার সরকার। রতন বিভিন্ন ভাবে হুমকি ধামকী ও ভয়ভীতি দিয়ে আসছে। এরই জের ধরে গত ১২-১০-২০২১ তারিখে পুজার ছুটিতে রতন বাড়িতে আসিয়া অপর দুই ভাইএর সহযোগীতায় জোর পূর্বক জমি দখল করে বিল্ডিং ঘর নির্মাণ করতে চাইলে পবিত্র কুমার বাধা দিলে মারপিট করে ও জীবন নাশের হুমকি প্রদর্শন করে। ক্রয়কৃত জমি দখলের অপকৌশল ও ক্ষতি সাধন করার জন্য বিভিন্ন ভাবে পায়তারা করছে। জমির মালিক পবিত্র কুমার তার পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছে। ভুক্তভোগী পরিবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন সংবাদপত্র সম্মেলনের মাধ্যমে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com