সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:৪৪ অপরাহ্ন

বদলগাছীতে শেখ রাসেল দিবস পালিত

মোঃ হাসানুজ্জামান বদলগাছী (নওগাঁ) :
  • আপডেট সময় সোমবার, ১৮ অক্টোবর, ২০২১

নওগাঁর বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেল দিবস-২০২১ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন পালন করা হয়েছে। বদলগাছী উপজেলা প্রশাসনের আয়োজনে ১৮ অক্টোবর সকাল ৯ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ এর পক্ষ থেকে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন, সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান চৌধুরী, ভাইস- চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু,মহিলা ভাইস- চেয়ারম্যান খালেদা আক্তার কল্পনা এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন এর সভাপতিত্বে এবং যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনার ও আলোচনা সভায় বক্তব্য রাখেন ভাইস- চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু, মহিলা ভাইস-চেয়ারম্যান খালেদা আক্তার কল্পনা, সহকারী কমিশনার ( ভূমি) মোস্তাফিজুর রহমান চৌধুরী, ওসি তদন্ত রায়হান আলী, কৃষি কর্মকর্তা হাসান আলী, সরকারী কলেজের সহযোগী অধ্যাপক ড. ফাল্গুনী রানী চক্রবর্তী প্রমুখ। শেষে শেখ রাসেল দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত রচনা,কুইজ,বক্তৃতা, চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন। এই দিবস উপলক্ষে শিশুদের হাতে রোপনের জন্য তালগাছের চারা তুলে দেওয়া হয়। এছাড়াও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কিশোর কিশোরীদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com