জামালপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন ও শেখ রাসেল দিবস পালিত হয়েছে। সোমবার রাতে শহরের বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শেখ রাসেল এর জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট জামালপুর জেলা শাখা। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট জামালপুর জেলা শাখার সভাপতি লিটন তরফদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মাসুম রেজা রহিম, জামালপুর পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু, জেলা আওয়ামী লীগের সদস্য বিজন কুমার চন্দ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট জামালপুর জেলা শাখার সহ-সভাপতি অ্যাডভোকেট ফাতেমা সুলতানা প্রমুখ। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ নূরুল আলম সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান আকন্দ বাবু, সদস্য মঞ্জুরুল ইসলাম লানজু, সরোয়ার হোসেন শান্ত, রেজাউল করিম চৌধুরী মামুন, অধ্যাপক জাকির হোসেন রুকু, জেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ মোখলেছুর রহমান জিন্নাহ, সাধারণ সম্পাদক হুরমুজ আলী হিরো, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল চিশতী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভীর আহাম্মেদ, সাধারণ সম্পাদক নাজমুল আহসান জনি, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি মনিরা চৌধুরী, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এরশাদ হোসেন সোহেল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশেদুল ইসলাম খোকনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তরা বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল জীবন ইতিহাস তুলে ধরে বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে জন্মদিনের কেক কাটা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কনিষ্ঠ পুত্র শেখ রাসেলসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে এবং শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনা করে দোয়া করা হয়।