কুমিল্লার পূজামন্ডপে পবিত্র কুরআন শরীফ রাখার ঘটনায় ইসলাম ধর্মের অনুভূতিতে আঘাত ও চাঁদপুর, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা তথা সাম্প্রতিক উস্কানির বিরুদ্ধে মানববন্ধন ও সম্প্রীতি সমাবেশ হয়েছে সীতাকু-ে। সীতাকু- প্রেস ক্লাবের আয়োজনে ২১ অক্টোবর বৃহস্পতিবার বেলা এগারোটায় সীতাকু- পৌরসদর বাজারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সীতাকু- উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আ ম ম দিলসাদ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সুরাইয়া বাকের। সীতাকু- প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী’র সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন মুরাদপুর ইউনিয়ন পরিষদে বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত চেয়ারম্যান রেজাউল করিম বাহার, পৌর কাউন্সিলর সফিউল আলম চৌধুরী মুরাদ, উপজেলা জাতীয় পার্টির সভাপতি রেজাউল করিম বাহার। মানববন্ধনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া বলেন, একসময় যারা ভারতীয় উপমহাদেশে হিন্দু-মুসলিম দাঙ্গা বাঁধিয়েছিল। বাংলাকে রক্তাক্ত করেছিল। তারাই আজ বাংলাদেশে সাম্প্রদায়িকতার কালিমা লেপন করছে। পাকিস্তানের পেতাত্মারা অশান্তি সৃষ্টি করে বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চালাচ্ছে। সম্প্রীতির বাংলাদেশে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সকলে ভাই ভাই। কোন স্বাধীনতা বিরোধী অপশক্তিকে সাম্প্রদায়িকতার বীজ বৃক্ষ বপন করতে দেয়া হবে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সজাগ রয়েছেন। কারা বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে সে বিষয়ে আমাদের নজরদারি রয়েছে। ইতিমধ্যেই কুমিল্লার ঘটনায় জড়িত একজনকে চিহ্নিত করা হয়েছে। খুব দ্রুত প্রশাসন তাকে গ্রেফতার করবে। আমাদের এই সীতাকু-ে কেউ সম্প্রীতি নষ্ট করতে চাইলে স্বাধীনতার পক্ষের শক্তিরা তার দাঁতভাঙা জবাব দিবে। এসময় তিনি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সচেতন মহলকে সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে সজাগ থাকার আহবান জানান। মানববন্ধনে বক্তারা সাম্প্রদায়িক উস্কানিকে রুখে দিয়ে সম্প্রীতির বাংলাদেশ গড়তে সকলকে এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, যারা ধর্মীয় বিশ্বাসে আঘাত হেনেছে তাদের গ্রেফতার পূর্বক শাস্তি চাই। বাংলাদেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টানদের যে সম্প্রীতি তা নষ্ট করার পরিকল্পনা চলছে। আমরা তা হতে দিব না। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সৌহার্দ, ও সম্প্রীতির বাংলাদেশ চাই আমরা। মানববন্ধনে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর ফজলে এলাহী পায়েল, মফিজুর রহমান, আওয়ামী লীগ নেতা সাঈদ মিয়া, মেসবাহ উদ্দিন চৌধুরী, মোঃ আলাউদ্দিন, মোঃ সাহাব উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দিন, সীতাকু- প্রেস ক্লাবের সাবেক সভাপতি সেকান্দর হোসাইন, এম হেদায়েত, সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সহ সভাপতি জহিরুল ইসলাম, পৌরসদর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন, সীতাকু- কামিল এম মাদ্রাসা মসজিদের খতিব মাওলানা আনোয়ার হোসাইন, শঙ্করমঠ ও মিশনের গুরুজি শ্রীমৎ মহানন্দ। মানববন্ধনে অংশ ইপসা, রেড়িও সাগরগিরি,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মাতৃভূমি সামাজিক সংগঠন, সুরাঙ্গন খেলাঘর আসর, মেঘমল্লার খেলাঘর আসর, সীতাকু- মহালয়া উদযাপন পরিষদ, সীতাকু- ব্লাড ডোনেট গ্রুপ, শ্রী শ্রী ভোলানন্দ গিরি শিক্ষা কেন্দ্র, বারামখানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, মুকুল সংগীত নিকেতন, জাগো হিন্দু পরিষদ, সীতাকু- সাংস্কৃতিক পরিষদ, সীতাকু- যুব উন্নয়ন ফাউন্ডেশন, লিও ক্লাব অব চিটাগং লিবার্টি, লিও ক্লাব অব চিটাগং সীতাকু-, সীতাকু- লায়ন্স ক্লাব, সুপ্তধারা ফাউন্ডেশন, সীতাকু- পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতি, শৈলী, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি, স্বপ্নসারথি সামাজিক সংগঠনসহ সীতাকু-ের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়ামূলক ও যুব সংগঠন অংশ নেন।