সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:৪৩ অপরাহ্ন

বাংলাদেশের কোচ হতে চান সেগার্ট

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২৩ অক্টোবর, ২০২১

সাফ ফুটবলে সব দলের কাছেই পরিচিত মুখ পিটার সেগার্ট। ক্রোয়েশিয়ায় জন্ম নেই এই জার্মান কোচ পর পর দুই সাফ ফুটবলের ফাইনালে দুটি ভিন্ন ভিন্ন দলকে তুলেছেন ফাইনালে। ২০১৫ সালের পর ২০১৮ সালে। ২০১৫ সালে আফগানিস্তান দলকে শিরোপা উপহার দিতে পারেননি কেরালার মাঠে ভারতের কাছে ১-২ গোলে হারের কারণে। তবে ২০১৮ সালে মালদ্বীপের হয়ে তিন বছর আগের পুরনো হারের বদলা।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে সেগার্টের কোচিংয়ে ভারতকে ২-১ গোলে হারিয়ে সাফ শিরোপা পুনরুদ্ধার মালদ্বীপের। ১১৯২ দ্বীপের এই দেশটিতে দ্বিতীয় সাফ ট্রফি এনে দেন তারকা ফুটবলার আলী আশফাককে দলের বাইরে রেখেই। পরবর্তীতে দেশটির ক্রীড়া রাজনীতির শিকার হয়ে চাকরি হারাতে হয় সেগার্টকে। এই সেগার্ট আগ্রহ দেখিয়েছেন বাংলাদেশ দলের হেড কোচ হওয়ার। মালে সাফ ফুটবল শুরু হওয়ার পর থেকেই তিনি খোঁজ নিচ্ছিলেন বাংলাদেশ দলের। এখন তার প্রবল আগ্রহ লাল-সবুজদের হয়ে কাজ করতে। তার এই আগ্রহ প্রসঙ্গে বাফুফের সহ-সভাপতি ও ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদের বক্তব্য, সেগার্ট আগে তার জীবনবৃত্তান্ত পাঠাক। এরপর দেখবো আমরা।
উয়েফা প্রো লাইসেন্সধারী এই কোচ আফগানিস্তান ও মালদ্বীপ জাতীয় দলের কোচ হওয়ার আগে ইন্দোনেশিয়া, অস্ট্রিয়া ও জার্মানীর ক্লাব দলের কোচ ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com