বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার প্রতিবাদ সভা ও সমাবেশ কুড়িগ্রাম পলিটেকনিক ইন্টিটিউট মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল সন্ধ্যায় আয়োজিত সমাবেশে কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দ ও জেলার আইডিইবি সদস্য এবং ছাত্ররা নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। একাধিক জাতীয় কমিটির সুপারিশের ভিত্তিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদিত ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের মেয়াদ হ্রাস করে ৩ বছরে রূপান্তর শিক্ষক মন্ত্রণালয়ের আত্মঘাতি উদ্যোগ বন্ধ এবং জনগণকে নির্মাণ কাজ জিম্মি করে জাতীয় স্বার্থবিরােধী বিএনবিসি-২০২০ এর সংজ্ঞা ও কয়েকটি ধারা সংশাধনসহ মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্র¤œতি ও ঘোষণা অনুযায়ী ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত ৪ দফা দাবি বাস্ত্মবায়নের দাবিতে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের দেশব্যাপী চলমান আন্দোলনের অংশ হিসেবে এ সভা-সমাবেশের আয়োজন করা হয়। আইডিইবি কুড়িগ্রাম এর সভাপতি কামাল আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বকুল চন্দ্র সাহার সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কেনিক-আইডিইবি, রংপুরের সহ-সভাপতি মাহবুবার রহমান, কেনিক অর্থ সম্পাদক ও কেন্দ্রীয় সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন, কেনিক সহযোগী সদস্য ও কেন্দ্রীয় সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ দস্তগীর ভোকেশনাল শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি সেলিমুর রহমান, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের পিজিসিবি ও কেন্দ্রীয় সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক রমজান আলী, কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. নুরে আলম, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী পরিষদ কৃড়িগ্রাম জেলা শাখার আহবায়ক জনাব মো: রুকুনুজ্জামান ও সদস্য সচিব মোহাম্মদ খাইরুল ইসলাম প্রমুখ।