যমুনা নদীর তান্ডব লীলায় ভাঙ্গনের ক্ষতিগ্রস্ত বিধ্বস্ত জনপদ চৌহালী উপজেলার খাষপুখুরিয়া ইউনিয়নে জমে উঠেছে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারণা। চৌহালী উপজেলার অন্যতম খাষপুখুরিয়া ইউনিয়নে সরেজমিনে দেখা যায়, নৌকা প্রত্যাশি মাসুম শিকদার ইতিমধ্যে নৌকার মনোনয়ন পেতে এলাকায় গণসংযোগ ও পথসভা শুরু করেছে। সাবেক ছাত্র নেতা ও সদ্য সাবেক খাষপুখুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাষপুখুরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভিন্ন জায়গায় প্রচারণা ও পথসভা করে যাচ্ছে। আসন্ন নির্বাচনে বিএনপি প্রার্থী হবে কিনা তা এখনো জানা যায়নি। বিএনপিথর কোন প্রার্থী এখনো মাঠে দেখা যাচ্ছে না। তবে কিছুটা আনাগোনা শোনা যাচ্ছে। স্থানীয়দের সাথে কথা বলে জানাগেছে, দুর্গম ঘোষিত খাষপুখুরিয়া ইউনিয়নের সার্বিক উন্নয়নে মাসুম শিকদার বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। মাসুম শিকদার বলেন, আমি আশা করি আসন্ন ইউপি নির্বাচনে জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সাংসদ আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল এমপি, খাষপুখুরিয়া ইউপি জনগণের দুঃখ দুর্দশার কথা মাথায় রেখে অবশ্যই আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দেবেন। তিনি আরও বলেন, আমি চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকায় রাস্তা ঘাট, শিক্ষা- ব্রিজ সহ সকল প্রকার উন্নয়নে অত্র ইউনিয়নকে একটি পরিপূর্ণ ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। মাদকের ব্যাপারে সরকার কর্তৃক ঘোষিত জিরো টলারেন্স নীতি গ্রহণ করবো। সেই সাথে তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।