আন্তর্জাতিক জলবায়ু কর্মদিবস উপলক্ষে জলবায়ু বিপর্যয়, শিল্পদূষণ এবং দখল থেকে সুন্দরবন বাঁচানোর দাবিতে মানব প্রাচীর করা হয়েছে। রোববার সকালে পূর্ব সুন্দরবনের হারবাড়িয়ায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটার কিপার্স ও পশুর রিভার ওয়াটারকিপারের আয়োজনে এ কর্মসূচি হয়। এ সময় সভাপতিত্ব করেন বাপা মোংলার আহ্বায়ক মো. নূর আলম শেখ। বক্তব্য দেন মোংলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন, বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইবনে মিজান হিরু, মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, মোরেলগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুল মজিদ জব্বার, মোংলা বিএনপি নেতা শেখ শাকির হোসেন, অধ্যাপক জাকির হোসেন, কমলা সরকার, সোনিয়া কারিমা, সুজন বাগেরহাটের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ঠান্ডু, উন্নয়নকর্মী মীর সারোয়ার হোসেন, নারীনেত্রী আজমিন নাহার, রিনা পারভীন সাগর, নদীকর্মী হাছিব সরদার প্রমুখ।