শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৬:১৩ পূর্বাহ্ন

কালীগঞ্জ উপজেলা পাঠাগার উদ্বোধন করলেন-এমপি চুমকি

তৈয়বুর রহমান কালীগঞ্জ (গাজীপুর) :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পাঠাগার উদ্বোধন করেন কেন্দ্রীয় আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমিকি এমপি। কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে পৌর এলাকার পুরাতন সোনালী ব্যাংকের মোড় সংলগ্ন মাঠে গাজীপুর জেলা প্রশাসক (ডিসি) এস. এম. তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কেন্দ্রীয় আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও পাঠাগার পরিচালনা কমিটির সভাপতি মো. শিবলী সাদিক। এ সময় বক্তব্য রাখেন- কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন, কালীগঞ্জ পৌর মেয়র এস.এম রবীন হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ.এম আবুবকর চৌধুরী, বাহাদুরসাদী ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন আহমেদ, পাঠাগার পরিচালনা কমিটির সদস্য সচিব ও কালীগঞ্জ আরআরএন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একেএম নুরুল ইসলাম আল মোশারফ ইবনে কাদির প্রমুখ। এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি কালীগঞ্জ উপজেলা কেন্দ্রীয় পাঠাগারের ফলক উন্মোচন এবং দুটি বনজ বৃক্ষ রোপন করেন। পরে স্থানীয় সাংস্কৃতিক শিল্পীদের অংশগ্রহনে পাঠাগার চত্ত্বরে শহীদ ময়েজউদ্দিন মুক্তমঞ্চে মনোমগ্ধকর নৃত্য ও সংগীত পরিবেশিত হয়। এ সময় উপস্থিত ছিলেন-জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. আশরাফি মেহেদী হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিনা আক্তার, ইউপি চেয়ারম্যান গাজী সারওয়ার হোসেন, এস.এম. আলমগীর হোসেন, খাইরুল আলম, আতিকুর রহমান আকন্দ ফারুক, আবু বকর বাক্কু, অলিউল ইসলাম অলি, উপজেলা যুবলীগের সভাপতি এস.এম. আলমগীর হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণমাধ্যম কর্মী, রাজনৈতিক ও নানা শ্রেণি পেশার মানুষগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি মেহের আফরোজ চুমকি এমপি বলেন- কালীগঞ্জ উপজেলা কেন্দ্রীয় পাঠাগারের মাধ্যমে স্থানীয়দের মধ্যে জ্ঞানের আলো জ¦লবে এবং শিক্ষার হার বাড়াতে সহায়তা করবে। আগামী প্রজন্মের কাছে একটি আলোর জলক দিতে পেরেছি, শিশুকাল থেকে আমারা পাঠাগারের সাথে জড়িত ছিলাম। আমাদের বাসায় একটি পাঠাগার ছিল। আমার বাবা খুবই উৎসাহ দিতের পাঠাগারের বিষয়ে। আমার ভাই এই পাঠাগারটি পরিচালনা করতো। পাড়ার যত শিশু আছে তার বই নিয়ে যেত চারআনা আট আনা দিয়ে আবার সেই বই ফেরত দিতো। দেশের বাইরে যখন যেতাম তখন বিভিন্ন পাঠাগারগুলি গুড়ে দেখার চেস্টা করেছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com