কিছুদিন আগে নতুন একটি ফিচার নিয়ে এসেছে ইনসট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ৷এই ফিচারের নাম ‘ভিউ ওয়ান্স’। সুবিধাটি ব্যবহার করে পাঠানো যেকোনও ছবি বা ভিডিও ব্যবহারকারীরা মাত্র একবার দেখার সুযোগ পাবেন। অর্থাৎ, প্রাপক ছবি বা ভিডিও দেখার পরই সেগুলো স্বয়ংক্রিয়ভাবে ডিলিট হয়ে যাবে৷ ভারতের প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউ এক প্রতিবেদনে জানায়, অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় ব্যবহারকারীদের জন্যই ফিচারটি চালু আছে৷ এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের নিরাপত্তা আরও জোরদার হবে বলে মনে করছে ফেসবুকের মালিকানাধীন প্রতিষ্ঠান হোয়াটসঅ্যাপ।
ভিউ ওয়ান্স ফিচার ব্যবহার করে পাঠানো ছবি বা ভিডিও প্রাপকের গ্যালারিতে স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে না৷ তবে ফিচারটিতে স্ক্রিনশটের ব্যাপারে কোনও সীমাবদ্ধতা দেওয়া হয়নি৷ ফলে প্রেরকের অগোচরেই এসব ছবি বা ভিডিওর স্ক্রিনশট নিতে পারবেন প্রাপকরা।
যেভাবে ভিউ ওয়ান্স ফিচার ব্যবহার করে ছবি বা ভিডিও পাঠাবেন- ১. যাকে ছবি বা ভিডিও পাঠাতে চান তার চ্যাট উইন্ডো ওপেন করুন। ২. অ্যাটাচমেন্ট অপশন থেকে ছবি বা ভিডিওটি নির্বাচন করুন। ৩. ফাইল সিলেক্ট করার পর নিচে ডানপাশে বৃত্তের ভেতর ১ লেখা একটি চিহ্ন দেখতে পাবেন। সেখানে ক্লিক করলেই ভিউ ওয়ান্স ফিচার কার্যকর হয়ে যাবে৷ ৪. এবার ছবি বা ভিডিওটি পাঠিয়ে দিন। এটি পাঠানোর পর প্রাপক শুধু একবার দেখতে পাবেন। কোনওভাবেই তা দ্বিতীয়বার দেখার সুযোগ নেই।