ফরিদপুরের আলফাডাঙ্গায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি ও স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার দিনব্যাপী বারাংকুলা উচ্চ বিদ্যালয় ও বারাংকুলা হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করেন ‘হৃদয়ে আলফাডাঙ্গা’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। নাজমা মেডিকেয়ারের সহযোগিতায় দিনব্যাপী এই কর্মসূচিতে প্রায় সাত শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। পাশাপাশি স্বেচ্ছায় রক্তদাতা হিসেবে অনেকের নাম তালিকাভুক্ত করা হয়। এরআগে সকাল ১০টায় উপজেলার বারাংকুলা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বারাংকুলা উচ্চ বিদ্যালয়ের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল আলীম খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ নাজমুল হাসান। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বারাংকুলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান। এসময় হৃদয়ে আলফাডাঙ্গা স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালনা পর্ষদের সদস্য মো. মনিরুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য কো-অর্ডিনেটর (কোভিড-১৯) সানজিনা আহমেদ, নাজমা মেডিকেয়ারের ব্যবস্থাপনা পরিচালক মো. হারুনুর রশিদ প্রমুখ। অনুষ্ঠানে হৃদয়ে আলফাডাঙ্গা স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালনা পর্ষদের সদস্য মিয়া রাকিবুল, তরিকুল ইসলাম তৌকির, এইচ এম মামুন, শাহিদুল ইসলাম কোরবান, মেহেদী হাসান, মেহেদী হাসান তুহিন, বিদ্যাছায়া পাঠাগারের পরিচালক সালিমুল হক সাগর, সেভ ব্লাড ব্যাংকের পরিচালক মেহেদী হাসান রাব্বী, হৃদয়ে আলফাডাঙ্গা সংগঠনের সদস্য আকিদুল সিকদার ও তাসমিয়াহ ত্বাহারাত প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও সংগঠনটি স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে উপস্থিত সকলের মাঝে লিফলেট বিতরণ করেন।