জামালপুরের মেলান্দহে পরমাণু গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত খরাসহিষ্ণু ও উচ্চ ফলনশীল বিনা-১৭ ধানের মাঠ দিবস ১ নভেম্বর বিকেল ৪টায় বৈঠাখালি গ্রামে হাবিবুর রহমানের বাড়িতে অনুষ্ঠিত হয়। বিনা-ময়মনসিংহ বিভাগীয় মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। জামালপুর বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা খান জাহান আলী এতে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মেলান্দহ কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল ফয়সাল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ রিপন হোসেন, জামালপুর বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা শামীম আকরাম, উপসহকারি কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম এবং কৃষক হাবিবুর রহমান প্রমুখ।