সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:৫৬ অপরাহ্ন

বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খাদে চলাচল বন্ধ

এম এ কাশেম জামালপুর :
  • আপডেট সময় বুধবার, ৩ নভেম্বর, ২০২১

৪শ বস্তা সিমেন্ট নিয়ে বেইলি ব্রিজ ভেঙে জামালপুরের সরিষাবাড়ী ও সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সীমান্তবর্তী সরিষাবাড়ী-মালিপাড়া- কাজিপুর-মুনসুরনগর যাওয়ার প্রধান সড়কের যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়েছে। সিমেন্টবাহী ট্রাকটি ট্রাক খাদে পড়ে ২তজন গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় সরিষাবাড়ি উপজেলার কয়েকটি গ্রামের সাথে যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। বুধবার (৩ নভেম্বর) শেষ রাতে সিমেন্ট বোঝাই করে ট্রাকটি ব্রাহ্মনজানি বাজারের যাওয়ার সময় অতিরিক্ত লোডের কারণে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর থেকে সিমেন্ট বোঝায় করে আসা ব্রাহ্মনজানি বাজারের আশরাফ আলীর দোকানের মালামাল নিয়ে ট্রাকটি ব্রিজের উপর উঠলে ব্রিজটি ভেঙে ট্রাক খালে পড়ে যায়। এ সময় ট্রাকের ড্রাইভার ও হেলপার গুরুতর আহত হয়। পরে আহতদেরকে সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ট্রাকটি মোফাজ্জল এন্টারপ্রাইজ, বেলটিয়া, টিউবওয়েল পারের বলেও জানান তারা। এলাকাবাসী জানায় অতিরিক্ত সিমেন্ট বোঝাইয়ের কারণেই মূলত ব্রিজটি ভেঙে পড়েছে।আকাশ,সুজন মিয়াসহ স্থানীয়রা জানান, এটি একটি ঝুঁকিপূর্ণ ব্রিজ, এই ব্রিজ দিয়ে ৫ টনের উপরে মালামাল নেয়া নিষেধ ছিলো কিন্তু গাড়িতে অতিরিক্ত লোড থাকার কারণে ভেঙে পড়েছে।এই এলাকায় বসবাসরত হাজার হাজার মানুষের উপজেলার সাথে যোগাযোগের একমাত্র রাস্তা এটি, গত ১ বছর আগের বন্যায় প্রবল স্রোতের কারণে এখানকার একটি কালভার্ট ভেঙে যাওয়ার পর এখানে এই লোহার বেইলি ব্রিজটি স্থাপন করা হয়। এখন আমাদের এলাকার হাজার হাজার মানুষ দূর্ভোগে পড়েছে। তাই যত দ্রুত সম্ভব ব্রিজটি মেরামত করা হোক। জামালপুর সড়ক ও জনপদ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী খায়রুল বাশার মোহাম্মদ সাদ্দাম হোসেন জানান, অতিরিক্ত মালামাল বোঝাই করে ট্রাক যাওয়ার কারণে ব্রিজটি ভেঙে পড়েছে, আমরা ইতোমধ্যে ব্রিজটি মেরামতের জন্য লোক পাঠিয়েছি, যত দ্রুত সম্ভব আমরা এটা মেরামত করবো।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com