সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:৫১ অপরাহ্ন

নিজেও টাকা ঢেলেছি সিনেমাটির জন্য : মীর সাব্বির

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১

জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির। তিনি সরকারি অনুদানে নির্মাণ করেছেন ‘রাত জাগা ফুল’ নামে সিনেমা। এটি তার প্রথম পরিচালিত সিনেমা। এরইমধ্যে ছবিটি সেন্সর বোর্ড থেকে আনকাট সেন্সর পেয়েছে। তৈরি হচ্ছে প্রেক্ষাগৃহে যাওয়ার জন্য। মীর সাব্বির জানান, আগামী ৩১ ডিসেম্বরে সিনেমা হলে মুক্তি পাবে ‘রাত জাগা ফুল’।
তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অনুদানের সিনেমা হিসেবে হলে তো মুক্তি দিতেই হবে। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও ছবিটি দেখাতে চাই।’ এ প্রসঙ্গে মীর সাব্বির বলেন, ‘সরকারি অনুদানে নির্মিত হলেও আমার সিনেমার বাজেট অনেক। নিজের টাকাও ঢেলেছি। আমার প্রযোজনা প্রতিষ্ঠান ছবিটির সহপ্রযোজক হিসেবে আছে। গল্পের প্রয়োজনেই বাজেট বাড়াতে হয়েছে। এটি আমার প্রথম সিনেমা। আমি কোনো কম্প্রোমাইজ করতে চাইনি। ছবির গল্পে যেখানে যা প্রয়োজনে তার সবটুকুই যোগান দেয়ার চেষ্টা করেছি। যে অভিনেতা, অভিনেত্রী দরকার তাদের নিয়েছি। সাধারণত আমাদের দেশের ইন্ডাস্ট্রিতে এই ব্যাপারটা খানিক উল্টো। বাজেটের মারপ্যাচে পড়ে অনেকেই কোনোমতে সিনেমা শেষ করে ফেলেন। এসব কম্প্রোমাইজে আসলে সিনেমা ইন্ডাস্ট্রিকে ভুগতে হয়।’ তিনি আরও বলেন, ‘আমার ছবিটাতে একটা বাংলাদেশের গল্প আছে। যা দেখতে দর্শক সিনেমা হলে আসবে বলে মনে করি আমি। যারা সিনেমা হলে আসতে চান না তাদের জন্য ওটিটিতেও ‘রাত জাগা ফুল’ মুক্তি দিতে চাই। আমার কথা হলো ছবিটি যেন সবাই দেখেন। আমার ভাবনা ও বার্তা সবার কাছে পাঠানোর চেষ্টা করবো আমি।’ ‘রাত জাগা ফুল’ নির্মাণের পাশাপাশি এতে অভিনয়ও করেছেন মীর সাব্বির। ছবির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন আবুল হায়াত, ফজলুল রহমান বাবু, জান্নাতুল ফেরদৌস ঐশী প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com