শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০১:২৯ পূর্বাহ্ন

বিরামপুরে শীতকালীন সবজি পরিচর্যা ও বিক্রি নিয়ে ব্যস্ত কৃষক

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ৬ নভেম্বর, ২০২১

বিরামপুর উপজেলার কৃষকরা শীতকালীন শাক-সবজির ক্ষেত পরিচর্যা ও আগাম সবজি বাজারে বিক্রি নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আগাম সবজি বিক্রিতে অধিক দাম পাওয়ায় কৃষকরা লাভবান হচ্ছেন। সরজমিনে দেখা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়নের মাঠে মাঠে আগাম রোপনকৃত সবজির ক্ষেত পরিচর্যা করছেন কৃষকরা। মাঠ জুড়ে শোভা পাচ্ছে ফুলকপি, বাঁধাকপি, লাউ, শিম, বেগুন, মুলা, করলা, পটল, পালং ও লাল শাকসহ হরেক রকমের সবজির ক্ষেত। অনেক ক্ষেত থেকে শাক-সবজি তুলে বাজারে বিক্রি করা হচ্ছে। আগাম সবজি বাজারে কৃষকরা বাড়তি দামে তা বিক্রি করতে পারছেন। নতুন সবজি পেয়ে ক্রেতারাও বেশ খুশি। এই এলাকার সবজি পার্শ্ববর্তী উপজেলা সহ দেশের বিভিন্ন স্থানে চালান হয়। উপজেলার দাশআড়া গ্রামের কৃষক সেকেন্দার আলী জানান, কম খরচে এবং অল্প সময়ের মধ্যে সবজি তুলে বাজারজাত করা যায়। আর আগাম সবজিতে দামও পাওয়া যায় ভাল। একারণে এলাকার কৃষক আগাম সবজি চাষে ঝুঁকে পড়েছেন। ভবানীপুর গ্রামের কৃষক আফজাল হোসেন জানান, আগাম সবজি চাষে অধিক শ্রম দিতে হলেও বাজারে দাম ভাল পাওয়ায় কৃষকরা অধিক লাভবান হচ্ছেন। আর এবার আবহাওয়া অনুকুলে থাকায় মাঠে অধিক ফসল উৎপাদন হচ্ছে। শনিবার (৬ নভে:) বিরামপুর হাটে সবজি বিক্রি করতে আসা সারাঙ্গপুর গ্রামের চাষী তরিকুল জানান, তিনি প্রতিমন বেগুন ২ হাজার টাকা দরে বিক্রি করেছেন। ফুলকপি চাষী রহমত আলী জানান, তিনি ১৬শ’ টাকা মন দরে ফুলকপি বিক্রি করেছেন। আগাম চাষে ভাল ফলন ও অধিক দাম পাওয়ায় চাষীরা খুশি। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিকছন চন্দ্র পাল জানান, চলতি মৌসুমে এ পর্যন্ত প্রায় ৩০০ হেক্টর জমিতে আগাম জাতের শীতকালীন সবজি চাষ হয়েছে এবং আরো অনেক জমিতে সবজি রোপন অব্যাহত আছে। শীতকালীন সবজি চাষে উচ্চ ফলনশীল নতুন নতুন জাত আসায় এ আবাদে চাষীরা লাভবান হচ্ছেন। এবার অনুকুল আবহাওয়া থাকায় চাষীরা ভাল ফলন পাচ্ছে। কৃষি বিভাগ থেকে চাষ পদ্ধতি, রোগ বালাই প্রতিরোধসহ সার্বিক বিষয়ে চাষীদের পরামর্শ দেওয়া হচ্ছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com