মুন্সিগঞ্জের গজারিয়ায় টেঙ্গাচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরিবর্তনের অঙ্গিকার নিয়ে ৮নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হবার ঘোষণা দিলেন শ্রমিক নেতা জনাব আলহাজ মো রাসেল খন্দকার। শ্রমিক নেতা রাসেল খন্দকার এর সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, বর্তমান প্রেক্ষাপটে আমার ৮নং ওয়ার্ড বাসির কথা চিন্তা করে, এবং গত শুক্রবারে সকলের উপস্থিতিতে আমাকে সমর্থন করায় আমি ৮নং ওয়ার্ড বাসীর ভালোবাসা অনুপ্রাণিত হয়ে এবারের নির্বাচনের ৮নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হিসেবে নিজের ইচ্ছ প্রকাশ করেছি। এছাড়াও জনাব মোঃ রাসেল খন্দকার এলাকার মানুষের উন্নয়নের কথা চিন্তা করে ৮নং ওয়ার্ডবাসীর ভালোবাসার অনুপ্রাণিত হয়ে একজন তরুণ ছাত্রনেতা নিরহংকারী গজারিয়া উপজেলার টেঙ্গাচর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী, জনাব আলহাজ্ব মোঃ রাসেল খন্দকার, মেসার্স এম আর ট্রান্সপোর্ট এর চেয়ারম্যান, গজারিয়া শমিক লীগের যুগ্মসম্পাদক। তরুণ এই মেম্বার প্রার্থী যুব সমাজের অহংকার হাজারো যুবকের আইডল, জনাব মোঃ রাসেল খন্দকার বলেন, আমি আমার ভালো কর্মের মধ্য দিয়ে ওয়ার্ডবাসীর ভালোবাসা অর্জন করতে চাই। রাসেল খন্দকার সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে নিরন্তর কাজের মধ্যে, তাঁর পরিশ্রম, সাহস, ইচ্ছাশক্তি, একাগ্রতা আর প্রতিভার সমন্বয়ে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, স্থানীয় সরকারের উন্নয়ন কর্মকান্ড সঠিক ও সুচারুভাবে বাস্তবায়নের জন্য কাজ করে যাবেন। এসময় রমজান মোল্লা বলেন, রাসেল খন্দকার ভাই একজন ভাল মানুষ। তিনি একজন কর্মঠ ব্যক্তি। তিনি মেম্বার পদে থাকলে আমাদের তথা এলাকার উপকার হবে। তিনি শাসক নয় তিনি জনগণের পাশে থেকে সেবক হয়ে কাজে আসবে। আমাদের দু:খ দুর্দশায় তাঁকে সহজেই পাশে পাওয়া যায়। এ বিষয়ে ইউপি মেম্বার পদপ্রার্থী রাসেল খন্দকার বলেন, আমাকে যদি জনগণ ভোট দিয়ে নির্বাচিত করে তাদের সেবা করার সুযোগ দেয় তাহলে আমি নির্বাচিত হয়ে প্রথমে অবহেলিত ৮নং ওয়ার্ড ভাটেরচর গ্রামের অসহায় নারী,বিধবাভাতা, অয়স্কভাতা, কার্ডকরাসহ ওয়ার্ডের রাস্তাঘাট নির্মাণ করবো এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাবো। এলাকা থেকে মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ, ইভটিজিং নির্মূল করে ৮নং ওয়ার্ডকে একটি রোল মডেল ওয়ার্ড হিসেবে রূপান্তর করবো, ইনশাআল্লাহ। আমার স্বপ্ন এলাকাবাসীর সেবা করা ও সুখে দুঃখে পাশে থাকা।