সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৬ পূর্বাহ্ন

বাগেরহাটে গণপ্রকৌশল দিবস-২০২১ পালিত

মোল্লা আব্দুর রব বাগেরহাট প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ৮ নভেম্বর, ২০২১

বাগেরহাটে গণ প্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিবি) এর ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিনটি উপলক্ষে সামাজিক নিরাপত্তা ও যথাযথ দুরত্ববজায় রেখে সোমবার সকালে বাগেরহাট অফিসার্স ক্লাবের সামনে থেকে বাগেরহাট জেলাধীন বিভিন্ন প্রকৌশল বিভাগে কর্মরত সদস্য প্রকেশলী ও সরকারী বেশরকারী/একটি পলিটেকনিকে কর্মরত শিক্ষক ও ছাত্রছাত্রীর সমন্বয়ে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি উদ্বোধন করেন বাগেরহাট বাগেরহাট প্রেস ক্লাবের সহসভাপতি নকিব সিরাজুল হক। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে র‌্যালীটি পুনরায় অফিসার্স ক্লাবের সামনে এসে শেষ হয়।র‌্যালীতে বাগেরহাট মেরিন ইনস্টিটিউট, বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগ, গনপূর্ত অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড, বাগেরহাট সরকারি টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও প্রকৌশলীরা অংশগ্রহন করেন। পরে অফিসার্স ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন বাগেরহাট জেলা আইডিবির সভাপতি প্রকৌশলী খন্দকার আব্দুস সালাম, সাধারন সম্পাদক প্রকৌশলী মোঃ আব্দুর রহমান, বাগেরহাট বাগেরহাট প্রেস ক্লাবের সহসভাপতি নকিব সিরাজুল হক,সাবেক সহসভাপতি মোল্লা আব্দুর রব, সদস্য প্রকৌশলী মো: হুমায়ুন কবির, প্রকৌশলী সনৎ কুমার সাহা, প্রকৌশলী প্রান্ত রাহা, প্রকৌশলী সভ্য সাচী রায়, প্রকৌশলী অঞ্জন কুমার, প্রকৌশলী মোঃ জিল্লুর রহমান, জনস্বাস্থ্য অধিদপ্তর বাগেরহাটের উপ-সহকারী প্রকৌশলী রায়হান হোসেন, প্রকৌশলী আহসান উল আলম, বায়জিদ হোসেন, মোঃ মনিরুজ্জামান প্রমুখ। প্রকৌশলী মো: আলামীন খান, প্রকৌশলী রঞ্জন কান্তি গুহ, প্রকৌশলী মোঃ আতাউর রহমান ও প্রকৌশলী তানজির আহম্মেদ প্রমুখ। আলোচনা সভায় বক্তরা তাদের পেশাগত ৪দফা দাবী সরকারকে মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। সভায় মেরিন ইনস্টিটিউট, বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগ, গনপূর্ত অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড, বাগেরহাট সরকারি টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com