গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে হ্যাটট্রিক বিজয়ের জন্য লড়বেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান হান্নান শেখ। দলীয় মনোনয়ন বা উন্মুক্ত যে পদ্ধতিতেই নির্বাচন হোক তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হবেন বলে ঘোষনা দিয়েছেন। সে মোতাবেক তিনি প্রতিদিন ইউনিয়নটির জনবহুল এলাকায় গণসংযোগ করছেন। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে দোয়া ও আর্শিবাদ চাচ্ছেন। ইউনিয়নটির উন্নয়নের কথা তুলে ধরে চেয়ারম্যান হান্নান শেখ বলেন, আমি আমতলী ইউনিয়নে একটানা ১০বছর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছি। এ সময়ে এই ইউনিয়নে ব্রিজ-কালভাট, রাস্তা-ঘাট, স্কুল, মাদ্রাসা, মসজিদ, মন্দির ও হাটবাজারের ব্যাপক উন্নয়ন করেছি। এছাড়া বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃকালীনভাতা, প্রতিবন্ধীভাতাসহ নারী উন্নয়নে কাজ করেছি। নারীদের কর্মসংস্থান সৃষ্টির জন্য বিভিন্ন কাজ করেছি। গৃহহীনদের থাকার জন্য ঘর নির্মাণ করে দিয়েছি। যুবসমাজকে মাদক সেবন থেকে ফিরিয়ে আনার জন্য ক্লাবে ক্লাবে ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে। কবি সুকান্তের বাড়ির ব্যাপক উন্নয়ন করেছি। তিনি আরও বলেন, আশা করি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমার কাজের মূল্যায়ণ হিসেবে আগামীতেও আমাকে মনোনয়ন দিবেন। আর তিনি যদি এখানে মনোনয়ন পদ্ধতি তুলে দিয়ে উন্মুক্ত ভাবে নির্বাচন দেন তাহলেও আমি প্রার্থী হবো। ইউনিয়নটির আমতলী গ্রামের মকবুল মিয়া, বড় দক্ষিণপাড়া গ্রামের মুনসুর বিশ^াস ও নাগরা গ্রামের মতিয়ার রহমান বলেন, হান্নান শেখ গত ১০ বছরে সুনামের সহিত চেয়ারম্যান হিসেবে জনগনদের সেবা দিয়েছেন। তার আমলে ইউনিয়নটির ব্যাপক উন্নয়ন হয়েছে। তিনি আমতলী ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রুপান্তিত করেছেন। তার আমলে এই ইউনিয়নে যে উন্নয়ন হয়েছে তাহা গত ৫০বছরেও হয়নি। তিনি হচ্ছেন এই ইউনিয়নের উন্নয়নের রুপকার। যদি উন্মুক্ত ভাবে ভোট হয় তাহলে তিনি আগামীতেও চেয়ারম্যান নির্বাচিত হবেন।