চাল, ডাল, তেল, চিনি,আটা ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমিয়ে দেশব্যাপি ওএমএসও পূর্ণ রেশনিং ব্যবস্থা চালু করা সহ জিজেল, কেরোসিন এবং এলপিজি গ্যাসের বর্ধিত মূল্য এবং বাস, লঞ্চ ভাড়া প্রত্যহার করার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ বরিশাল জেলা কমিটি। মঙ্গলবার (৯) নভেম্বর সকাল সাড়ে ১০টায় নগরীর প্রাণ কেন্দ্র সদররোডে একর্মসূচি পালিত হয়। বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যাপক জলিলুর রহমানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে এসময় বক্তব্য রাখেনকেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক নৃপেন্দ্র নাথ বাড়ৈ, বাংলাদেশ কৃষক খেত মজুর সমিতি কেন্দ্রীয় সদস্যকমরেড উপাধ্যক্ষ হারুন অর রশিদ, বাংলাদেশ কৃষক খেত মজুর সমিতি বরিশাল জেলা সাধারন সম্পাদক কমরেড অধ্যাপক শাহ্ আজিজুর রহমান খোকন, জাতীয় গণতান্ত্রিক শ্রমিক ফেডারেশন বরিশাল জেলা কমিটির সাধারন সম্পাদক কমরেড আমির আলী, গননাট্য সংস্থা বরিশাল জেলা কমিটির সাধারন সম্পাদককমরেড অধ্যাপক বীরেন্দ্র নাথ রায় ও জাতীয় গনতান্ত্রিক শ্রমিক ফেডারেশন বরিশাল জেলা কমিটির সহ-সাধারন সম্পাদক কমরেড জাফর আহমেদ তালুকদার প্রমুখ। এসময় বক্তরা বলেন সরকার আজ দেশের অসহায় সাধারন শ্রমজীবী মানুষের গলায় পাড়া দিয়ে কোটি কোটি টাকা লুঠপাট করে আয়েশি জীবন-যাপন করছে। সরকার একটি উন্নয়নের তকমা দেখিয়ে দেশের নিত্যপ্রয়োজনী পণ্যের মূল্য বৃদ্ধি করে দিয়েছে। অন্যদিকে ডিজেল কেরোসিনের মূল্যে বৃদ্ধির কারনে কৃষকদের মধ্যে এক ধরনের হতাশা দেখা দিয়েছে তাই অভিলম্বে দ্রুত দ্রব্য মূল্য সহ ডিজেল, কেরোসিনের মূল্য কমিয়ে বৃদ্ধি করা লঞ্চ ও বাসভাড়া প্রত্যাহার করার জন্য সরকারের প্রতি আহবান জানান। সমাবেশ শেষে নগরীতে বিক্ষোভ বিক্ষোভ মিছিল করে।